Ajker Patrika

মহেশখালীতে গভীর রাতে একজনকে গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কক্সবাজারের মহেশখালীতে আবুল হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ আবুল হোসেনকে হত্যা করো হয়েছে বলে তাঁর স্বজনদের অভিযোগ। তিনি কালারমারছড়া ইউনিয়নের বাসিন্দা ছিলেন।

আবুল হোসেনের ছেলে সাইফুল ইসলাম বলেন, ‘প্রতিবেশী মোহাম্মদ হোসেনের সঙ্গে আমাদের ৩০ একর জমি নিয়ে বিরোধ চলছে। প্রায় ১৬ বছর ধরে বিরোধপূর্ণ জমি মোহাম্মদ হোসেনের দখলে ছিল। কিছু দিন আগে সালিসের মাধ্যমে তিন একর জমি আমরা ফিরে পাই। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের লোকজন আমার বাবাকে বাড়ির সামনে গুলি করে হত্যা করে।’

বদরখালী জেনারেল হাসপাতালের চিকিৎসক রাকিবুল হোছাইন জানান, গুলিবিদ্ধ আবুল হোসেনকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন। গুলিতে তাঁর নাড়িভুঁড়ি বের হয়ে যায়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ আজকের পত্রিকাকে বলেন, জমি নিয়ে বিরোধের জেরে আবুল হোসেনকে গুলি করে হত্যা করা হয়। হাসপাতাল থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈশাখী মেলার নাগরদোলায় চড়িয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

এশিয়ার সেরা সুপ্ত সম্ভাবনা বাংলাদেশের স্বাস্থ্য খাত, বিপুল বিনিয়োগের সুযোগ

ডিবিপ্রধানকে সরানোর সঙ্গে মডেল মেঘনার ঘটনার সম্পর্ক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকায় এসে ২০ জুলাইযোদ্ধার দৃষ্টিশক্তি ফেরালেন ব্রিটিশ চিকিৎসকেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত