Ajker Patrika

২৭ দিন পর সচল হলো ঢাকা–কক্সবাজার ট্রেন চলাচল

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১৯: ০৪
২৭ দিন পর সচল হলো ঢাকা–কক্সবাজার ট্রেন চলাচল

২৭ দিন বন্ধ থাকার পর কক্সবাজার থেকে আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার স্টেশন থেকে আন্তনগর ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এর মধ্য দিয়ে সচল হলো ঢাকা–কক্সবাজারের ট্রেন চলাচল।

কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশনমাস্টার গোলাম রব্বানী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ (বৃহস্পতিবার) থেকে আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। দুপুর সাড়ে ১২টায় আন্তনগর “কক্সবাজার এক্সপ্রেস” ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। রাত ৮টায় আন্তনগর ট্রেন পর্যটক এক্সপ্রেস কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘কাল শুক্রবার থেকে কক্সবাজার-চট্টগ্রাম রুটে স্পেশাল ট্রেন চলাচল শুরু হবে। এটি ৩১ আগস্ট পর্যন্ত চলাচল করবে।’ বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কক্সবাজার আইকনিক রেলস্টেশন এবং কক্সবাজার–চট্টগ্রামের রেললাইনের কোনো ক্ষতি হয়নি বলে জানান তিনি।

গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে কক্সবাজারসহ দেশের বিভিন্ন পথে ট্রেন চলাচল বন্ধ হয়। ১৯ জুলাই সরকার কারফিউ জারি করলে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত