Ajker Patrika

কর্ণফুলীর বাংলাবাজার ঘাটের ইজারায় অসন্তোষ, মাঝিদের ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা

প্রতিনিধি, কর্ণফুলী (চট্টগ্রাম) 
কর্ণফুলীর বাংলাবাজার ঘাটের ইজারায় অসন্তোষ, মাঝিদের ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা

ঘাটের ইজারা নিয়ে সন্তুষ্ট না হওয়ায় কর্ণফুলীর বাংলাবাজার ঘাটে যাত্রী পারাপার বন্ধ করে দিয়েছে সাম্পান মাঝিরা। আজ রোববার সকাল থেকে সাম্পান চালানো বন্ধ রেখে ধর্মঘট পালন করেন তাঁরা। হঠাৎ সাম্পান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়ে ঘাট দিয়ে পারাপার করা পোশাকশিল্পের শ্রমিক, সবজিচাষি ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। 

সাম্পান মাঝিরা বলেন, এই নৌপথে প্রতিদিন প্রায় তিন হাজার যাত্রী পারাপার করে। কিন্তু চট্টগ্রাম সিটি করপোরেশন ঘাটটি ইজারা না দিয়ে স্থানীয় কিছু লোক দিয়ে জনপ্রতি ৫ টাকা করে আদায় করছে। এ বিষয়ে সিটি মেয়রকে অভিযোগ দেওয়ার ১৫ দিন পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় আমরা এই ধর্মঘটের ডাক দিয়েছি।

কর্ণফুলী নদী সাম্পান কল্যাণ সমিতির উপদেষ্টা আলীউর রহমান বলেন, কর্ণফুলীতে যত ঘাট আছে সবগুলো সিটি করপোরেশন ইজারা দেয় ও মাঝিরা নেয়। মাঝিরা যাত্রীপ্রতি দুই টাকা করে সিটি করপোরেশনের জন্য রাখে। আর যে ঘাটে টোল কম সে ঘাটে এক টাকা করে সিটি করপোরেশনকে দেয়। কিন্তু এই ঘাটটি সিটি করপোরেশন ইজারা না দিয়ে স্থানীয় কিছু সন্ত্রাসীকে দিয়ে দিয়েছে। তাঁরা চাঁদা তুলে কিছু সিটি করপোরেশনকে দেয় আর কিছু নিজেরা রাখে। 

কর্ণফুলীর বাংলাবাজার ঘাট ইজারা নিয়ে সন্তুষ্ট না হওয়ায় সাম্পান চলাচল বন্ধ রেখে ধর্মঘট করেছেন মাঝিরাআলীউর রহমান আরও বলেন, গত সপ্তাহে আমরা সরাসরি মেয়রকে এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছি। মেয়র সেটা পাসও করেছেন। এরপরও এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 

বাংলা বাজার ঘাট এলাকায় অনুষ্ঠিত ধর্মঘটে আরও উপস্থিত ছিলেন-সংগঠনের উপদেষ্টা এস. এম পেয়ার আলী, কার্যকরী সভাপতি হোসেন লিডার, সহসভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউসুফ, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, দপ্তর সম্পাদক নুরুজ্জামান, প্রচার সম্পাদক আব্দুল লতিফ, ক্রীড়া সম্পাদক সাইফুল আলম প্রমুখ।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত