Ajker Patrika

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আন্দোলনে সংহতি জানালেন হাসনাত

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি 
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১: ৫০
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাসনাত আবদুল্লাহ। ছবি: আজকের পত্রিকা
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাসনাত আবদুল্লাহ। ছবি: আজকের পত্রিকা

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতির কথা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন,

‘আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন আর অবনতি না ঘটে, জনজীবনে যেন আতঙ্ক সৃষ্টি না করে সে বিষয়েও আমরা কাজ করছি। একই সঙ্গে গতকাল (রোববার) ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে যে আন্দোলন হয়েছে, তাতে আমাদের অবশ্যই সংহতি রয়েছে।’

আজ সোমবার নিজ জেলা কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইসলামিক বক্তা পীর মোস্তাক ফয়েজীর নাগাইশ দরবার শরিফ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

স্থানীয় নির্বাচন প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, অবাধ সুষ্ঠু স্থানীয় নির্বাচনের প্রধান বাধা স্থানীয় সংসদ সদস্যদের অপ্রত্যাশিত প্রভাব বলয়। পরিত্রাণ পেতে এ নির্বাচন আগে করা জরুরি। এ ছাড়া জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে সরকারের সক্ষমতার পরীক্ষার জন্যও স্থানীয় নির্বাচন আগে হওয়া দরকার।

তিনি বলেন, ‘প্রোপাগান্ডা ও অনৈক্য সৃষ্টি করে পলাতক শেখ হাসিনা ও তার সাঙ্গপাঙ্গ আওয়ামী সন্ত্রাসীদের পুনর্বাসনের দিবাস্বপ্ন আর বাস্তবায়ন হবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী প্রোপাগান্ডা রুখতে জাতীয় ঐক্যের প্রতি গুরুত্ব দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে।’

হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের সার্বিক পটপরিবর্তনের ফলে সমাজব্যবস্থায় একটি নেতিবাচক প্রভাব পড়েছে। একই সঙ্গে দেশে আইনশৃঙ্খলার অবনতিও ঘটেছে। বিষয়টি নিয়ে দোষারোপের সংস্কৃতি বাদ দিয়ে এর পেছনের প্রকৃত কারণ অনুসন্ধান করে দ্রুত এ নিয়ে কাজ করতে হবে। এ সময় ছিনতাইকারী-চাঁদাবাজকে আলাদা কোনো পরিচয়ে পরিচিত না করে অপরাধী হিসেবে চিহ্নিত করার আহ্বান জানান তিনি।

এর আগে হাসনাত আবদুল্লাহ দরবার শরিফসংলগ্ন ফয়েজিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে অংশ নেন। পরে শশীদল আলহাজ মুহাম্মদ আবু তাহের কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় মাওলানা মোস্তাক ফয়েজী, অধ্যক্ষ আবুল হোসেন স্মরণ, অনলাইন লেকচারার শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে গুলি: যা বলছে আইএসপিআর, নিহতের মা-বাবা ও স্থানীয়রা

গভীর রাতে সংবাদ সম্মেলন, আওয়ামী দোসরদের ঘুম হারাম করে দেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার

ভারতের কাছে হারে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন শোয়েব

মালিককে ঘরে আটকে রেখে খামারে পেট্রল ঢেলে আগুন, পুড়ল ৮ গরু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত