Ajker Patrika

অস্ত্র গুলিসহ কক্সবাজারে একজন গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১৭: ৪০
অস্ত্র গুলিসহ কক্সবাজারে একজন গ্রেপ্তার

অস্ত্র, গুলিসহ কক্সবাজার সদরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার ভারুয়াখালী বাজারে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দেশে তৈরি তিনটি বন্দুক ও ৯৮টি রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার মোহাম্মদ বাবুল (৪৪) কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী বাজার এলাকার বাসিন্দা।

আজ রোববার কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ সুপার আজকের পত্রিকাকে বলেন, মোহাম্মদ বাবুল একজন চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, হত্যা, অস্ত্র, জবরদখলসহ নানা অভিযোগে সদর থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। 

অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, গতকাল মধ্যরাতে ভারুয়াখালী বাজার এলাকায় অপরাধ সংঘটনের উদ্দেশ্যে কতিপয় অস্ত্রধারীর অবস্থানের খবর পায় পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনৈক পুতুইন্যার গ্রিল ওয়ার্কশপের ভেতর থেকে তিনজন সন্দেহভাজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। 

এ সময় ধাওয়া দিয়ে একজনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও অন্য দুজন পালিয়ে যান। আজ সকালে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত