বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার বুড়িচংয়ে টহলরত গোয়েন্দা পুলিশের (ডিবি) গাড়িতে ডাকাত দলের হামলার ঘটনায় একজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, এক রাউন্ড কার্তুজ গুলিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া। এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কাকিকয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম আবু ইউসুফ (২৯)। তিনি উপজেলার হালগাঁও গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে ও ডাকাত দলের সদস্য।
ওসি বলেন, গতকাল দিবাগত রাতে ডিবি পুলিশের একটি দল উপজেলার কাকিয়াচর নামক এলাকায় পৌঁছালে গাড়ির চাকায় হঠাৎ করে বিকট শব্দ শোনা যায়। এ সময় ড্রাইভার গাড়ি থামিয়ে দেন। সঙ্গে সঙ্গেই পার্শ্ববর্তী ধানখেত থেকে সাত-আটজনের একটি সশস্ত্র ডাকাত দল চারপাশ থেকে গাড়িটি ঘিরে ধরে। ঘটনাটি দেখে ডিবি অফিসার ও ফোর্সরা গাড়ি থেকে নামলে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একপর্যায়ে ডিবি পুলিশ পাল্টা গুলি ছুড়লে ডাকাতের দল পালাতে যায়। এ সময় গুলি ও পুলিশের বাঁশির আওয়াজ শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসে।
পরে স্থানীয় লোকজন ও ডিবি পুলিশ ধানখেতে তল্লাশি চালালে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে দেখতে পায়। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, এক রাউন্ড গুলি, ছেনি, একটি কিরিচ ও একটি লোহার রড জব্দ করা হয়েছে।
ওসি আরও বলেন, আহত ওই ডাকাতের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে বুড়িচং থানায় দুটি মামলা রুজু করা হয়েছে। পলাতক ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কুমিল্লার বুড়িচংয়ে টহলরত গোয়েন্দা পুলিশের (ডিবি) গাড়িতে ডাকাত দলের হামলার ঘটনায় একজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, এক রাউন্ড কার্তুজ গুলিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া। এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কাকিকয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম আবু ইউসুফ (২৯)। তিনি উপজেলার হালগাঁও গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে ও ডাকাত দলের সদস্য।
ওসি বলেন, গতকাল দিবাগত রাতে ডিবি পুলিশের একটি দল উপজেলার কাকিয়াচর নামক এলাকায় পৌঁছালে গাড়ির চাকায় হঠাৎ করে বিকট শব্দ শোনা যায়। এ সময় ড্রাইভার গাড়ি থামিয়ে দেন। সঙ্গে সঙ্গেই পার্শ্ববর্তী ধানখেত থেকে সাত-আটজনের একটি সশস্ত্র ডাকাত দল চারপাশ থেকে গাড়িটি ঘিরে ধরে। ঘটনাটি দেখে ডিবি অফিসার ও ফোর্সরা গাড়ি থেকে নামলে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একপর্যায়ে ডিবি পুলিশ পাল্টা গুলি ছুড়লে ডাকাতের দল পালাতে যায়। এ সময় গুলি ও পুলিশের বাঁশির আওয়াজ শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসে।
পরে স্থানীয় লোকজন ও ডিবি পুলিশ ধানখেতে তল্লাশি চালালে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে দেখতে পায়। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, এক রাউন্ড গুলি, ছেনি, একটি কিরিচ ও একটি লোহার রড জব্দ করা হয়েছে।
ওসি আরও বলেন, আহত ওই ডাকাতের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে বুড়িচং থানায় দুটি মামলা রুজু করা হয়েছে। পলাতক ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মানিকগঞ্জে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঢাকার গুলশানের বাড়িতে অভিযান চালিয়ে ছাত্রলীগ-যুবলীগের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। আজ রোববার দুপরে তাঁদের আদালতে তোলা হবে।
২৭ মিনিট আগেঢাকা-নোয়াখালী রুটে বরাদ্দ নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’ দ্রুত চালুর দাবিতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয় ছাত্র-জনতা। এ সময় তাঁরা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ইয়াছিন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
১ ঘণ্টা আগেঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইর এলাকায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে। নিহত শুকুর শিকদার (৩৪) সামাইর গ্রামের গদু সিকদারের ছেলে। তিনি রঙের কাজ করতেন।
১ ঘণ্টা আগে