আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কা ও নদীতে ডুবে নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ঢাকা) মো. শফিকুর রহমান চার সদস্যদের এই কমিটি গঠন করেন। আজ শনিবার দুপুরে কমিটির আহ্বায়ক ও আখাউড়া রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান আহমেদ তারেক তদন্ত কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করেছেন।
কমিটির অপর সদস্যদের মধ্যে আছেন রেলওয়ের নিরাপত্তার বাহিনীর একজন সহকারী কমান্ড্যান্ট, একজন চিকিৎসা কর্মকর্তা এবং একজন সহকারী বাণিজ্যিক কর্মকর্তা। সাত দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করে ডিআরএম (ঢাকা) বরাবর প্রতিবেদন দাখিল করার সময় ধার্য করা হয়েছে বলে জানান কমিটির আহ্বায়ক।
মেহেদী হাসান আহমেদ তারেক বলেন, ‘দুর্ঘটনার দিনই তদন্ত কমিটি গঠন করা হয়। আজ শনিবার থেকে তদন্ত কার্যক্রম শুরু করব।’
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার বলেন, বৃহস্পতিবারের ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাস বলেন, ‘ঘটনার পর থেকেই আমাদের একটি ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত নদী থেকে ডুবুরি দল তিনটি এবং নৌ পুলিশ একটি মরদেহ উদ্ধার করেছে।
উল্লেখ্য, ১০ আগস্ট বৃহস্পতিবার থেকে আখাউড়ার খরমপুরের শাহ্ ছৈয়দ আহাম্মদ গেছুদারাজ (রহ.) শাহ্পীর কেল্লা বাবার মাজারে বার্ষিক ওরস শুরু হয়। ওই দিন রাত পৌনে ৯টার দিকে মাজারের পশ্চিম পাশে ঢাকা-সিলেট বাইপাস রেলপথ দিয়ে ভক্তরা মাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী আন্তনগর ট্রেন পারাবত এক্সপ্রেস রেলওয়ে সেতু অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় এবং নদীতে লাফিয়ে পড়ে চারজনের মৃত্যু হয়। ওই দিন রাতে দুজন এবং পরদিন শুক্রবার সকালে এবং দুপুরে নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে যাচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কা ও নদীতে ডুবে নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ঢাকা) মো. শফিকুর রহমান চার সদস্যদের এই কমিটি গঠন করেন। আজ শনিবার দুপুরে কমিটির আহ্বায়ক ও আখাউড়া রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান আহমেদ তারেক তদন্ত কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করেছেন।
কমিটির অপর সদস্যদের মধ্যে আছেন রেলওয়ের নিরাপত্তার বাহিনীর একজন সহকারী কমান্ড্যান্ট, একজন চিকিৎসা কর্মকর্তা এবং একজন সহকারী বাণিজ্যিক কর্মকর্তা। সাত দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করে ডিআরএম (ঢাকা) বরাবর প্রতিবেদন দাখিল করার সময় ধার্য করা হয়েছে বলে জানান কমিটির আহ্বায়ক।
মেহেদী হাসান আহমেদ তারেক বলেন, ‘দুর্ঘটনার দিনই তদন্ত কমিটি গঠন করা হয়। আজ শনিবার থেকে তদন্ত কার্যক্রম শুরু করব।’
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার বলেন, বৃহস্পতিবারের ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাস বলেন, ‘ঘটনার পর থেকেই আমাদের একটি ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত নদী থেকে ডুবুরি দল তিনটি এবং নৌ পুলিশ একটি মরদেহ উদ্ধার করেছে।
উল্লেখ্য, ১০ আগস্ট বৃহস্পতিবার থেকে আখাউড়ার খরমপুরের শাহ্ ছৈয়দ আহাম্মদ গেছুদারাজ (রহ.) শাহ্পীর কেল্লা বাবার মাজারে বার্ষিক ওরস শুরু হয়। ওই দিন রাত পৌনে ৯টার দিকে মাজারের পশ্চিম পাশে ঢাকা-সিলেট বাইপাস রেলপথ দিয়ে ভক্তরা মাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী আন্তনগর ট্রেন পারাবত এক্সপ্রেস রেলওয়ে সেতু অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় এবং নদীতে লাফিয়ে পড়ে চারজনের মৃত্যু হয়। ওই দিন রাতে দুজন এবং পরদিন শুক্রবার সকালে এবং দুপুরে নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে যাচ্ছে।
সৈয়দপুরে শিক্ষার্থী ইয়াসিন (১৯) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। আজ শুক্রবার সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে এই মানববন্ধন করা হয়। এ সময় এক ঘণ্টা সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা।
৬ মিনিট আগেসাত মাস আগে পারিবারিকভাবে এক সৌদিপ্রবাসীর সঙ্গে ১০ লাখ টাকা দেনমোহরে ভিডিও কলে বিয়ে হয়েছিল ২০ বছরের এক তরুণীর। সম্প্রতি দেশে ফিরেছেন সেই বর। তরুণীর পরিবার অভিযোগ করেছে, দেশে ফিরে বউ পছন্দ হয়নি বলে বেঁকে বসেন বর। পরে ঘরে তোলার শর্তে বর তাদের কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেছেন। তরুণীর পরিবারের আরও
৩০ মিনিট আগেরাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আটজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত একযোগে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেনরসিংদীর রায়পুরায় পুলিশের বিশেষ অভিযানে একটি বসতবাড়ি থেকে বিপুল অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে পাঁচটি একনলা বন্দুক, ১০টি বুলেট সিসা কার্তুজ, তিন রাউন্ড গুলি, পিস্তলের ম্যাগাজিন ও ১৮টি অবিস্ফোরিত ককটেল রয়েছে।
১ ঘণ্টা আগে