কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার আদর্শ সদর উপজেলার মাঝিগাছা এলাকায় বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় ছেলের প্রেমিকার বাবা ও চাচাকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ সোমবার একই এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার আদর্শ সদর উপজেলার মাঝিগাছা এলাকার রওশন মিয়া ও তাঁর ভাই জাহাঙ্গীর আলম।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। তিনি জানান, মাঝিগাছা গ্রামের এক মেয়ের সঙ্গে স্থানীয় চা দোকানদার হিরণ মিয়ার ছেলে মোহাম্মদ মাহিনের প্রায় এক বছর ধরে সম্পর্ক চলছিল। মেয়ের পরিবার তাঁদের সম্পর্ক মেনে নেয়নি। এ কারণে মেয়ের পরিবারের লোকজন বিভিন্ন সময় মাহিনকে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। এর জেরে গত ৪ মে রাতে প্রেমিকার বাবা রওশন ও চাচা জাহাঙ্গীর ডেকে এনে মাহিনকে বেধড়ক মারধর করেন। এ সময় তাঁরা মাহিনের মাথায় ও বুকে আঘাত করেন।
গুরুতর অবস্থায় মাহিনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয় লোকজন। গত ৫ মে হাসপাতাল থেকে চিকিৎসা ও ছাড়পত্র দেওয়ার পর বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন মাহিন। পরে ৭ মে আবারও অসুস্থ হলে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ছেলের মৃত্যুতে শোকাহত বাবা হিরণ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হিরণকেও মৃত ঘোষণা করেন বলে জানান মেজর মোহাম্মদ সাকিব।
মেজর মোহাম্মদ সাকিব বলেন, বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় নিহতের পরিবার থানায় প্রেমিকার পরিবারের লোকজনের বিরুদ্ধে গতকাল রোববার রাতে মামলা করে। র্যাব মাঝিগাছা গ্রামে অভিযান চালিয়ে আজ সোমবার ভোরে মেয়ের বাবা ও চাচাকে গ্রেপ্তার করে।
কুমিল্লার আদর্শ সদর উপজেলার মাঝিগাছা এলাকায় বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় ছেলের প্রেমিকার বাবা ও চাচাকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ সোমবার একই এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার আদর্শ সদর উপজেলার মাঝিগাছা এলাকার রওশন মিয়া ও তাঁর ভাই জাহাঙ্গীর আলম।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। তিনি জানান, মাঝিগাছা গ্রামের এক মেয়ের সঙ্গে স্থানীয় চা দোকানদার হিরণ মিয়ার ছেলে মোহাম্মদ মাহিনের প্রায় এক বছর ধরে সম্পর্ক চলছিল। মেয়ের পরিবার তাঁদের সম্পর্ক মেনে নেয়নি। এ কারণে মেয়ের পরিবারের লোকজন বিভিন্ন সময় মাহিনকে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। এর জেরে গত ৪ মে রাতে প্রেমিকার বাবা রওশন ও চাচা জাহাঙ্গীর ডেকে এনে মাহিনকে বেধড়ক মারধর করেন। এ সময় তাঁরা মাহিনের মাথায় ও বুকে আঘাত করেন।
গুরুতর অবস্থায় মাহিনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয় লোকজন। গত ৫ মে হাসপাতাল থেকে চিকিৎসা ও ছাড়পত্র দেওয়ার পর বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন মাহিন। পরে ৭ মে আবারও অসুস্থ হলে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ছেলের মৃত্যুতে শোকাহত বাবা হিরণ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হিরণকেও মৃত ঘোষণা করেন বলে জানান মেজর মোহাম্মদ সাকিব।
মেজর মোহাম্মদ সাকিব বলেন, বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় নিহতের পরিবার থানায় প্রেমিকার পরিবারের লোকজনের বিরুদ্ধে গতকাল রোববার রাতে মামলা করে। র্যাব মাঝিগাছা গ্রামে অভিযান চালিয়ে আজ সোমবার ভোরে মেয়ের বাবা ও চাচাকে গ্রেপ্তার করে।
রিমান্ড আবেদনে মোখলেসুর রহমান বলেন, জানে আলম অপুর নেতৃত্বেই শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি হয়। ঘটনার সময় পাঁচজন গ্রেপ্তার হলেও অপু সেখান থেকে পালিয়ে যান। তাঁর নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল দেশের বিরাজমান পরিস্থিতিতে গুলশানের বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলেন। অপু ও তাঁর সহযোগীরা এতটাই
১৬ মিনিট আগেমাদারীপুরে কুমার নদে বালু উত্তোলনকারীদের ধাওয়া দিয়ে তাড়িয়ে ড্রেজার মেশিনে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। গতকাল শুক্রবার গভীর রাতে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী ইউনিয়নের রায়েরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এবং ত্রিশালে পৃথক দুটি ধর্ষণ মামলার দুজন আসামিকে গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। শনিবার (২ আগস্ট) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব।
৩৪ মিনিট আগেকক্সবাজারের রামু উপজেলার রশিদ নগরে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে একই পরিবারের ৪ জনসহ অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুটি শিশু, দুই নারী রয়েছেন।
৩৬ মিনিট আগে