চট্টগ্রাম উইমেন চেম্বার আয়োজিত ২য় বাংলাদেশ সিএমএসএমই বাণিজ্য মেলায় অংশ নিয়েছে ব্র্যাক ব্যাংক। অর্থায়ন সুবিধা ও ব্যবসা প্রসারের জন্য বিপণন প্ল্যাটফর্ম প্রদানের মাধ্যমে চট্টগ্রামের নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে ও বাজার সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করছে ব্র্যাক ব্যাংক।
পাহাড়তলীর আমবাগান রোডের শহীদ শাহজাহান মাঠে চলমান দ্বিতীয় ‘বাংলাদেশ সিএমএসএমই বাণিজ্য মেলা ২০২২’ এর অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে আছে ব্র্যাক ব্যাংক। মেলায় অংশ নিয়ে গ্রাহকদের সঙ্গে সরাসরি মতামত বিনিময়ের মাধ্যমে ব্যাংকিং সেবার এবং সহজ ঋণ সুবিধার তথ্য প্রদান করছে ব্র্যাক ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।
চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মাসব্যাপী এ মেলার আয়োজন করেছে। গত ৭ জানুয়ারি মেলার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী উপস্থিত ছিলেন।
দুই শত এর বেশি উদ্যোক্তা, যার বেশির ভাগই নারী, তৈরি পোশাক, হস্তশিল্প, বাসা-বাড়ি সজ্জা, চামড়া ও জুতো, থালাবাসন, প্লাস্টিক, ইলেকট্রিক সহ নানা পণ্য প্রদর্শন করছেন।
সিএমএসএমই উদ্যোক্তারা যখন দীর্ঘ মহামারির পরিপ্রেক্ষিতে উৎপাদন ও বিক্রি পূর্বের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য প্রাণান্তর চেষ্টা করছেন, তখন এই মেলা তাদের পণ্য প্রসার ও বিপণনের সুযোগ দিয়েছে। আয়ের পথ সৃষ্টিতে সাহায্য করেছে।
ব্র্যাক ব্যাংকের নারী উদ্যোক্তা ও এইচআরএস প্লাস্টিকের স্বত্বাধিকারী নাজমা আক্তার তাঁর ইলেকট্রিক ও রান্নাঘরের সামগ্রী প্রদর্শন করছেন। চট্টগ্রামের শান্তিনগরের বোগারবিলে তিনি কারখানা পরিচালনা করেন। পরিবারের সঙ্গে সৌদি আরবে থাকার সময় তিনি এ ব্যবসাটি চালু করার ধারণা পান।
দেশে ফেরত আসার পর তিনি পরিবারের সঙ্গে কারখানাটি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশে একজন নারীর জন্য ইলেকট্রিক্যাল পণ্য তৈরির ব্যবসায় নামা খুবই অস্বাভাবিক। ব্যবসা শুরু করতে গিয়ে তিনি কাঁচামাল, বাজার সুবিধা, পণ্যের গ্রহণযোগ্যতা, মূল্যসহ নানা বিষয়ক প্রতিবন্ধকতার সম্মুখীন হন। তাঁর দৃঢ় সংকল্পের কারণে তিনি বাধা অতিক্রম করতে সক্ষম হন। পুরুষদের দ্বারা নিয়ন্ত্রিত হলেও তাঁর অধ্যবসায় ও অদম্য মনোবলের কারণে তিনি এ ব্যবসায় সফলতা অর্জন করেন।
তাঁর কারখানার বর্তমান উৎপাদন ক্ষমতা দৈনিক ৪ লাখ টাকার পণ্য সামগ্রী। ঢাকা, কুমিল্লা, ফেনী ও কক্সবাজারে তাঁর পণ্য পাওয়া যায়। এই ট্রেড ফেয়ারে সৃষ্ট নেটওয়ার্ক ও ব্র্যাক ব্যাংকের অর্থায়ন সুবিধার ওপর ভর করে তিনি ব্যবসা আরও সম্প্রসারণ করতে চান এবং সারা দেশে বাজার সৃষ্টি করতে চান।
ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন, ‘এসএমই খাতের প্রচার ও প্রসারে এবং নারী উদ্যোক্তাদের কর্মদক্ষতা বৃদ্ধিতে ব্র্যাক ব্যাংক দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম উইমেন চেম্বারের সঙ্গে কাজ করে আসছে। এই মেলায় ব্যাংকার-গ্রাহকদের সরাসরি মতবিনিময় হওয়ায় অর্থায়নসহ নানা ব্যাংকিং তথ্য প্রাপ্তির মাধ্যমে গ্রাহকেরা বিশেষ করে নারী গ্রাহকরা উপকৃত হচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম ব্র্যাক ব্যাংকের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। এটিকে আমাদের ব্যবসার শক্ত ভিত হিসেবে পরিণত করতে চাই। এ মেলার মাধ্যমে চট্টগ্রামে আমাদের উপস্থিতি আরও জোরদার করতে চাই। দেশের সেরা এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে পরিচিতি আরও ছড়িয়ে দিতে এ মেলা আমাদের সাহায্য করবে।’
চট্টগ্রাম উইমেন চেম্বার আয়োজিত ২য় বাংলাদেশ সিএমএসএমই বাণিজ্য মেলায় অংশ নিয়েছে ব্র্যাক ব্যাংক। অর্থায়ন সুবিধা ও ব্যবসা প্রসারের জন্য বিপণন প্ল্যাটফর্ম প্রদানের মাধ্যমে চট্টগ্রামের নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে ও বাজার সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করছে ব্র্যাক ব্যাংক।
পাহাড়তলীর আমবাগান রোডের শহীদ শাহজাহান মাঠে চলমান দ্বিতীয় ‘বাংলাদেশ সিএমএসএমই বাণিজ্য মেলা ২০২২’ এর অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে আছে ব্র্যাক ব্যাংক। মেলায় অংশ নিয়ে গ্রাহকদের সঙ্গে সরাসরি মতামত বিনিময়ের মাধ্যমে ব্যাংকিং সেবার এবং সহজ ঋণ সুবিধার তথ্য প্রদান করছে ব্র্যাক ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।
চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মাসব্যাপী এ মেলার আয়োজন করেছে। গত ৭ জানুয়ারি মেলার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী উপস্থিত ছিলেন।
দুই শত এর বেশি উদ্যোক্তা, যার বেশির ভাগই নারী, তৈরি পোশাক, হস্তশিল্প, বাসা-বাড়ি সজ্জা, চামড়া ও জুতো, থালাবাসন, প্লাস্টিক, ইলেকট্রিক সহ নানা পণ্য প্রদর্শন করছেন।
সিএমএসএমই উদ্যোক্তারা যখন দীর্ঘ মহামারির পরিপ্রেক্ষিতে উৎপাদন ও বিক্রি পূর্বের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য প্রাণান্তর চেষ্টা করছেন, তখন এই মেলা তাদের পণ্য প্রসার ও বিপণনের সুযোগ দিয়েছে। আয়ের পথ সৃষ্টিতে সাহায্য করেছে।
ব্র্যাক ব্যাংকের নারী উদ্যোক্তা ও এইচআরএস প্লাস্টিকের স্বত্বাধিকারী নাজমা আক্তার তাঁর ইলেকট্রিক ও রান্নাঘরের সামগ্রী প্রদর্শন করছেন। চট্টগ্রামের শান্তিনগরের বোগারবিলে তিনি কারখানা পরিচালনা করেন। পরিবারের সঙ্গে সৌদি আরবে থাকার সময় তিনি এ ব্যবসাটি চালু করার ধারণা পান।
দেশে ফেরত আসার পর তিনি পরিবারের সঙ্গে কারখানাটি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশে একজন নারীর জন্য ইলেকট্রিক্যাল পণ্য তৈরির ব্যবসায় নামা খুবই অস্বাভাবিক। ব্যবসা শুরু করতে গিয়ে তিনি কাঁচামাল, বাজার সুবিধা, পণ্যের গ্রহণযোগ্যতা, মূল্যসহ নানা বিষয়ক প্রতিবন্ধকতার সম্মুখীন হন। তাঁর দৃঢ় সংকল্পের কারণে তিনি বাধা অতিক্রম করতে সক্ষম হন। পুরুষদের দ্বারা নিয়ন্ত্রিত হলেও তাঁর অধ্যবসায় ও অদম্য মনোবলের কারণে তিনি এ ব্যবসায় সফলতা অর্জন করেন।
তাঁর কারখানার বর্তমান উৎপাদন ক্ষমতা দৈনিক ৪ লাখ টাকার পণ্য সামগ্রী। ঢাকা, কুমিল্লা, ফেনী ও কক্সবাজারে তাঁর পণ্য পাওয়া যায়। এই ট্রেড ফেয়ারে সৃষ্ট নেটওয়ার্ক ও ব্র্যাক ব্যাংকের অর্থায়ন সুবিধার ওপর ভর করে তিনি ব্যবসা আরও সম্প্রসারণ করতে চান এবং সারা দেশে বাজার সৃষ্টি করতে চান।
ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন, ‘এসএমই খাতের প্রচার ও প্রসারে এবং নারী উদ্যোক্তাদের কর্মদক্ষতা বৃদ্ধিতে ব্র্যাক ব্যাংক দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম উইমেন চেম্বারের সঙ্গে কাজ করে আসছে। এই মেলায় ব্যাংকার-গ্রাহকদের সরাসরি মতবিনিময় হওয়ায় অর্থায়নসহ নানা ব্যাংকিং তথ্য প্রাপ্তির মাধ্যমে গ্রাহকেরা বিশেষ করে নারী গ্রাহকরা উপকৃত হচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম ব্র্যাক ব্যাংকের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। এটিকে আমাদের ব্যবসার শক্ত ভিত হিসেবে পরিণত করতে চাই। এ মেলার মাধ্যমে চট্টগ্রামে আমাদের উপস্থিতি আরও জোরদার করতে চাই। দেশের সেরা এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে পরিচিতি আরও ছড়িয়ে দিতে এ মেলা আমাদের সাহায্য করবে।’
রাঙামাটিতে চাকরির দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে রুবেল চাকমা (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে তাঁকে আটক করা হয়। তিনি আনসার বাহিনী, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পোশাক গায়ে দিয়ে ছবি তুলে চাকরি দেওয়ার নামে বিভিন্নজনের কাছ থেকে টাকা...
৫ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে মারা যাওয়া ফারিয়া তাসনিম জ্যোতির (৩২) দাফন সম্পন্ন হয়েছে। তিনি চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়া এলাকার বাসিন্দা ও পৌরসভার সাবেক ওয়ার্ড কমিশনার মৃত বাবলুর মেয়ে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা শহরে জ্যোতির মরদেহ নিয়ে পৌঁছান স্বজনেরা। এ সময় স্বজনদের...
৪০ মিনিট আগেচাঁদাবাজি, দখলদারি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির তিন নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বিএনপির বেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে...
১ ঘণ্টা আগেময়মনসিংহের ত্রিশালে সাবেক সংসদ সদস্য রুহুল আমীন মাদানীর নামে প্রতিষ্ঠিত একটি মসজিদের উন্নয়নে দুই অর্থবছরে তিনটি প্রকল্পের আওতায় প্রায় কোটি টাকা বরাদ্দ নেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকল্পের কাজই পূর্ণতা পায়নি। একটির কাজ করাই হয়নি, অন্যটির কাজ আংশিক হয়ে থেমে আছে, আরেকটিতে কেবল নামফলক বসিয়েই..
১ ঘণ্টা আগে