Ajker Patrika

পটিয়ায় প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা তহবিলের চেক বিতরণ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
পটিয়ায় প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা তহবিলের চেক বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে চিকিৎসা সহায়তার টাকা পেয়েছেন পটিয়ার দরিদ্র মানুষেরা। রোববার উপজেলার অসহায়, দরিদ্র ও পঙ্গু ব্যক্তিদের মধ্যে ছয়জন নারী-পুরুষের মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে তিন লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বিজিএমইএ সাবেক সহসভাপতি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নাছির এ অর্থ সহায়তার চেকগুলো প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের হাতে তুলে দেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন—পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, আব্দুল মালেক, ওসমান গনি, ইদ্রিস চৌধুরী, আমির হোসেন, মোহাম্মদ হোসেন, আবু তাহের, সাইফুল ইসলাম, ফয়েজুল ইসলাম ফজু, হাবিবুল্লাহ্ মানিক, ওয়াসিক সাকিব, টিপু নুর, মোহাম্মদ হাসান, নুরুল হক, মোহাম্মদ আলী, তুলকসহ প্রমুখ।

উল্লেখ্য, গত তিন বছর ধরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে এ পর্যন্ত পটিয়া উপজেলার তিন শতাধিক অসুস্থ, পক্ষাঘাতগ্রস্তসহ দরিদ্র ও অসহায় নারী-পুরুষকে চিকিৎসা সহায়তা হিসেবে প্রায় কোটি টাকা অনুদান দেওয়া হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত