Ajker Patrika

রাঙামাটিতে ম্যালেরিয়ায় আক্রান্ত শিশুর মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি 
রাঙামাটিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়া সুদীপ্তা চাকমা। ছবি: সংগৃহীত
রাঙামাটিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়া সুদীপ্তা চাকমা। ছবি: সংগৃহীত

রাঙামাটির সদর উপজেলায় মশাবাহিত রোগ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে সুদীপ্তা চাকমা (১১) নামের এক শিশু মারা গেছে। গতকাল শনিবার রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু হয়।

সুদীপ্ত চাকমা বন্দুক ভাঙা ইউনিয়নের লেখ্যুংছড়া গ্রামের করুণাময়ী চাকমার মেয়ে। সে বন্দুক ভাঙা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা গেছে, জ্বরে আক্রান্ত হয়ে এক সপ্তাহ ধরে ভুগছিল সুদীপ্তা চাকমা। তার স্বাস্থ্য পরীক্ষা না করে স্থানীয় ও রাঙামাটি শহরের কয়েকজন চিকিৎসক চিকিৎসা দেন। পরে গত শুক্রবার বিকেলে স্থানীয় একটি বেসরকারি সংস্থার একজন কর্মীর সহায়তায় রক্ত পরীক্ষা করানো হয়। এ সময় তার ম্যালেরিয়া ধরা পড়ে। শনিবার সকালে সুদীপ্তার শারীরিক অবস্থার অবনতি হলে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু চিকিৎসা শুরু করতে গিয়ে চিকিৎসক দেখেন, শিশুটি বেঁচে নেই।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. শওকত আকবর খান বলেন, ‘আমরা মেয়েটির গুরুতর অবস্থা দেখে জরুরি বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। কিন্তু একেবারে শেষ মুহূর্তে নিয়ে আসা হয়েছে। ভর্তি করে চিকিৎসা দেওয়ার সময় দেখা যায়, সে মারা গেছে।’

বন্দুক ভাঙা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অমর চাকমা বলেন, ‘শিশুটিকে ৪ জুলাই রাঙামাটি শহরের বনরূপায় এক এমবিবিএস ডাক্তারকে দেখানো হয়। এ সময় সর্দিজ্বরের ওষুধ দেওয়া হয়। শুক্রবার অবস্থা বেশি খারাপ হলে শনিবার আবার রাঙামাটি শহরে আনা হয়েছিল। পরে রোগীর মৃত্যু হয়েছে।’

রাঙামাটির সিভিল সার্জন নূয়েন খীসা আজকের পত্রিকাকে বলেন, ‘ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্গম এলাকা এবং অসচেতনতার কারণে সঠিক চিকিৎসা না পেয়ে শিশুটি মারা গেছে। আমরা চিকিৎসা করার সুযোগ পাইনি। এর আগে ২০১৬ সাল থেকে রাঙামাটিতে ম্যালেরিয়া শূন্যের কোটায় নিয়ে আসা হয়েছে। ৯ বছর পর নতুন করে মৃত্যুর ঘটনা ঘটল। বর্তমানে ম্যালেরিয়ায় আক্রান্তের ভরা মৌসুম চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার আসামি দুই ভাই নেত্রকোনায় গ্রেপ্তার

‘নৌকা আউট, শাপলা ইন’, সিইসির সঙ্গে বৈঠক শেষে এনসিপির চাওয়া

পারটেক্স এমডি রুবেল আজিজের ১১৬ কোটি টাকার সম্পত্তি নিলামে তুলছে ব্যাংক এশিয়া

যশোরে কেন্দ্রের ভুলে বিজ্ঞানের ৪৮ জন ফেল, সংশোধনে জিপিএ-৫ পেল সবাই

জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, প্রস্তাবে একমত রাজনৈতিক দলগুলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত