Ajker Patrika

কক্সবাজার-১: মনোনয়ন না পেয়ে বাসে ভাঙচুর এমপি সমর্থকদের

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০০: ০০
কক্সবাজার-১: মনোনয়ন না পেয়ে বাসে ভাঙচুর এমপি সমর্থকদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ। এই আসনে বর্তমান সংসদ সদস্য চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম।

মনোনয়ন না পাওয়ায় তাঁর কর্মী-সমর্থকেরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ব্যারিকেট দিয়ে বিক্ষোভ মিছিল করেন এবং ৩টি বাস ভাঙচুর করেন।

আজ রোববার বিকেলে ঢাকায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংসদীয় আসনে দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সালাহ উদ্দিন আহমদের নাম ঘোষণা করা হয়।

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বর্তমান সংসদ সদস্য জাফর আলম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদসহ বেশ কয়েকজন নেতা মনোনয়ন চান। দল থেকে সালাহ উদ্দিন আহমদকে মনোনয়ন দেওয়া হয়। মনোনয়ন না পাওয়ায় বিকেল সাড়ে ৫টার দিকে তিনটি বাস দিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ব্যারিকেট দেয়।

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর।একপর্যায়ে নেতাকর্মীরা তিনটি বাসে ইটপাটকেল ছুঁড়লে কাচ ভেঙে দেয়। পরে সমর্থকেরা মহাসড়কে লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ করেছেন। পুলিশ, র‌্যাব ও বিজিবির টহলদল ঘটনাস্থলে গেলে নেতা-কর্মীরা সরে যান। এ সময় উপস্থিত লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।

অন্যদিকে সালাহ উদ্দিন আহমদ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় চকরিয়া-পেকুয়া উপজেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেছেন দলীয় নেতাকর্মীরা।

জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘এখন সড়কের যানবাহ চলাচল স্বাভাবিক আছে। বাস ভাঙচুরের ঘটনায় মালিকরা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত