Ajker Patrika

লামায় চলন্ত গাড়িতে আগুন

প্রতিনিধি, লামা (বান্দরবান)
Thumbnail image

লামা-ফাঁসিয়াখালী সড়কের পূর্ব মিরিঞ্জা এলাকায় একটি ভাড়ায় চালিত মাইক্রোবাসে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় মাইক্রোবাসে থাকা গ্যাসের গন্ধে দুজন অজ্ঞান হয়ে পড়েন।

অজ্ঞান হয়ে যাওয়া ওই দুজন হলেন, গাড়ির ড্রাইভার মো. এনামুল হক (৩৭) ও যাত্রী আব্দুল্লাহ মো. সামীর (১৩)।

গাড়ির ড্রাইভার মো. এনামুল হক বলেন, গাড়ির গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় পাহাড়ের দিকে যাচ্ছিলাম। এ সময় গাড়ির গতি কম থাকায় তাড়াহুড়া করে আমিসহ ৬ জন যাত্রী দ্রুত নেমে পড়ি। এর কয়েক মিনিট পরে ভয়াবহ আগুনে গাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

গাড়ির যাত্রী মো. জিয়াবুল হক বলেন, আজ দুপুরে আমরা চকরিয়ার পোস্ট পাড়া থেকে আলীকদমের চিনারী বাজার এলাকায় বউ দেখতে গিয়েছিলাম। আলীকদম থেকে চকরিয়া ফেরার পথে লামার পূর্ব মিরিঞ্জা এলাকায় পৌঁছালে গাড়িতে আগুন ধরে যায়। ড্রাইভারের বিচক্ষণতার কারণে আমরা সবাই প্রাণে বেঁচে গেছি। তিনি ঝুঁকি নিয়ে আমাদের গাড়ি থেকে বের করেন।

লামা থানার উপপরিদর্শক মো. আশ্রাফুল আলম বলেন, গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানতে পেরেছি। ঘটনার পর লামা ফায়ার সার্ভিস, লামা থানা-পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তার আগেই পুরো গাড়ি পুড়ে যায়।

লামা থানা-পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই ওই স্থানে পুলিশ পাঠানো হয়েছে। ওই গাড়ির যাত্রীদের নিরাপদে তাঁদের বাড়ি চকরিয়ায় পৌঁছে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত