Ajker Patrika

সরাইলে ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১৩: ৪১
সরাইলে ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার পাকশিমুল ইউনিয়নের হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম হাফিজ উদ্দিন (৪৭)। আজ শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে সরাইল থানার পুলিশ পরিদর্শক (এসআই) বাবুল হোসেন।

ঘটনার পর মুমূর্ষু অবস্থায় তাঁকে প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে গতকাল রাত ১টার দিকে তিনি মারা যান। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মাস দুয়েক আগে হাফিজ উদ্দিনের সঙ্গে রায়হানের মারামারির ঘটনা ঘটে। পরে স্থানীয়ভাবে তা মীমাংসা হয়। কিন্তু হাফিজ উদ্দিন তা মেনে নিতে পারেননি। গতকাল সুযোগ পেয়ে রায়হানকে মারতে যান হাফিজ। তখন একপর্যায়ে হাফিজকে ছুরিকাঘাত করেন রায়হান।

এসআই বাবুল হোসেন বলেন, ‘রাতেই আমরা ঘটনাস্থলে গিয়েছি। ছুরিকাঘাতের পর স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। লাশ এখনো ঢাকা মেডিকেল কলেজের মর্গে আছে।’

নিহত হাফিজ উদ্দিনের স্বজনেরা দাবি করেন, গতকাল শুক্রবার বিকেলে রায়হানসহ (১৮) পাঁচ-ছয়জন দুর্বৃত্ত হাফিজ উদ্দিনকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে জেলা সদর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত