Ajker Patrika

রায়পুরে বিএনপির সমাবেশ স্থগিত, চলবে আ. লীগের সভা

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ২৪ আগস্ট ২০২২, ১৬: ৩৭
রায়পুরে বিএনপির সমাবেশ স্থগিত, চলবে আ. লীগের সভা

লক্ষ্মীপুরের রায়পুরে আজ বুধবার বিকেলে বিএনপির ডাকা জনসমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে। দুপুর ১টার দিকে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে একই স্থানে, একই সময়ে আওয়ামী লীগের ডাকা শোকসভা ও বিক্ষোভ মিছিলের কর্মসূচির প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

জ্বালানি তেল, পরিবহন ভাড়া বৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে পৌর শহরের বাসস্ট্যান্ডে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এখানে সমাবেশ না হলে বিকল্প হিসেবে তাঁরা শহরের নতুন বাজার এলাকায় অবস্থিত মহিলা কলেজ মাঠে সমাবেশের প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। অন্যদিকে একই স্থানে একই সময়ে শোকসভা ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালনে আওয়ামী লীগের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। সকাল থেকে অবিরাম বৃষ্টি চলছে। এর মধ্যেই শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ। ছোট ছোট দলে বিভক্ত হয়ে নেতা-কর্মীরা শহরে মিছিল শুরু করেছেন।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের উপজেলা ও পৌর নেতারা এবং বিকেলে বিএনপির নেতারা বাসস্ট্যান্ডে সমাবেশস্থল পরিদর্শন করেন।

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার বলেন, ‘জনসমাবেশ সফল করতে আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া ছিল। প্রশাসনের অনুরোধে এবং বিশৃঙ্খলা এড়াতে কর্মসূচি সাময়িক স্থগিত করা হয়েছে। একই সঙ্গে আগামী ২৯ আগস্ট এই সভা করার প্রস্তুতিও নেওয়া হচ্ছে। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে আমাদের নেতা-কর্মীদের ক্ষতিগ্রস্ত করতে আমাদের পূর্বনির্ধারিত স্থানে সভা আহ্বান করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছে। আমরা তাদের ফাঁদে পা দিইনি। আমরা মনে করি, দুর্দিনে দল ও দলের কর্মীদের ক্ষতির হাত থেকে বাঁচিয়ে কৌশলে কার্যক্রম পরিচালনা করাটাই আমাদের বড় সফলতা।’

রায়পুর পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী জামসেদ কবির বাকি বিল্লাহ বলেন, ‘শোকের মাস আগস্ট আমাদের হৃদয়ে রক্তক্ষরণের মাস। আজকের শোকসভা আমাদের পূর্বনির্ধারিত সভা। মঞ্চ তৈরিসহ আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নেতা-কর্মীরা ইতিমধ্যে সভাস্থলের দিকে আসতে শুরু করেছেন।’

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ‘বিএনপির সমাবেশ স্থগিত করার কথা আমরাও শুনেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য সতর্ক অবস্থানে রয়েছেন। কাউকে বিশৃঙ্খলা করতে সুযোগ দেওয়া হবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত