Ajker Patrika

ভিত্তিপ্রস্তরের ১৪ বছর পর চসিকের নগর ভবনের নির্মাণকাজ শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৬ মে ২০২৪, ১৯: ১৯
Thumbnail image

ভিত্তিপ্রস্তর স্থাপনের ১৪ বছর পর চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৮ তলা নগর ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে। আজ সোমবার দুপুরে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার আন্দরকিল্লা মোড়সংলগ্ন নিজস্ব জায়গায় ভবনটির নির্মাণকাজের উদ্বোধন করেন চসিকের মেয়র রেজাউল করিম চৌধুরী।

এর আগে ২০১০ সালের ১১ মার্চ নগর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, তিনটি বেসমেন্টসহ ১৮ তলা (২ লাখ ৯৮ হাজার ৫০০ বর্গফুট) ভবনটির নির্মাণকাজে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি ২০ লাখ ৩৯ হাজার ৮০৭ টাকা। ৫৩ দশমিক ৪৫ কাঠা (৩৮ হাজার ৪৯০ বর্গফুট) জায়গায় শোর পাইল হবে ৩২০টি। ১৯ হাজার ৭৭০ বর্গফুটের বেসমেন্ট হবে তিনটি। ১৪ হাজার ২১৪ বর্গফুটের তিনটি ফ্লোর। পার্কিং করা যাবে ১৬০টি গাড়ি।

গত বছরের ১ জুন দরপত্র আহ্বান করা হয়। তাহের ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে এই কাজের জন্য চূড়ান্ত করে চসিক। প্রকল্পের ডিপিপি অনুযায়ী, নগর ভবনের তিন পাশে দৃষ্টিনন্দন বাগান থাকবে। সামনে নির্মাণ করা হবে মনোমুগ্ধকর ফোয়ারা। ভবনের কয়েকটি ফ্লোর বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়া হবে। থাকবে মাল্টিপারপাস হল, কনফারেন্স ও ব্যাংকুয়েট হল। ২০২৫ সালের ৬ সেপ্টেম্বরের মধ্যে নির্মাণকাজ শেষ করবে ঠিকাদারি প্রতিষ্ঠান।

নগরীর আন্দরকিল্লায় ১৯৬৪ সালে নির্মিত একটি ভবন চসিকের প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো। ভবনটি জরাজীর্ণ হয়ে ওঠায় ২০১০ সালের ১১ মার্চ নতুন নগর ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তবে অর্থছাড় না পাওয়াসহ নানা জটিলতায় এই কাজ আটকে যায়। বর্তমানে নগরের টাইগারপাস মোড়ে একটি ভবন চসিকের অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত