নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ভিত্তিপ্রস্তর স্থাপনের ১৪ বছর পর চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৮ তলা নগর ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে। আজ সোমবার দুপুরে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার আন্দরকিল্লা মোড়সংলগ্ন নিজস্ব জায়গায় ভবনটির নির্মাণকাজের উদ্বোধন করেন চসিকের মেয়র রেজাউল করিম চৌধুরী।
এর আগে ২০১০ সালের ১১ মার্চ নগর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
চট্টগ্রাম সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, তিনটি বেসমেন্টসহ ১৮ তলা (২ লাখ ৯৮ হাজার ৫০০ বর্গফুট) ভবনটির নির্মাণকাজে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি ২০ লাখ ৩৯ হাজার ৮০৭ টাকা। ৫৩ দশমিক ৪৫ কাঠা (৩৮ হাজার ৪৯০ বর্গফুট) জায়গায় শোর পাইল হবে ৩২০টি। ১৯ হাজার ৭৭০ বর্গফুটের বেসমেন্ট হবে তিনটি। ১৪ হাজার ২১৪ বর্গফুটের তিনটি ফ্লোর। পার্কিং করা যাবে ১৬০টি গাড়ি।
গত বছরের ১ জুন দরপত্র আহ্বান করা হয়। তাহের ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে এই কাজের জন্য চূড়ান্ত করে চসিক। প্রকল্পের ডিপিপি অনুযায়ী, নগর ভবনের তিন পাশে দৃষ্টিনন্দন বাগান থাকবে। সামনে নির্মাণ করা হবে মনোমুগ্ধকর ফোয়ারা। ভবনের কয়েকটি ফ্লোর বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়া হবে। থাকবে মাল্টিপারপাস হল, কনফারেন্স ও ব্যাংকুয়েট হল। ২০২৫ সালের ৬ সেপ্টেম্বরের মধ্যে নির্মাণকাজ শেষ করবে ঠিকাদারি প্রতিষ্ঠান।
নগরীর আন্দরকিল্লায় ১৯৬৪ সালে নির্মিত একটি ভবন চসিকের প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো। ভবনটি জরাজীর্ণ হয়ে ওঠায় ২০১০ সালের ১১ মার্চ নতুন নগর ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তবে অর্থছাড় না পাওয়াসহ নানা জটিলতায় এই কাজ আটকে যায়। বর্তমানে নগরের টাইগারপাস মোড়ে একটি ভবন চসিকের অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।
ভিত্তিপ্রস্তর স্থাপনের ১৪ বছর পর চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৮ তলা নগর ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে। আজ সোমবার দুপুরে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার আন্দরকিল্লা মোড়সংলগ্ন নিজস্ব জায়গায় ভবনটির নির্মাণকাজের উদ্বোধন করেন চসিকের মেয়র রেজাউল করিম চৌধুরী।
এর আগে ২০১০ সালের ১১ মার্চ নগর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
চট্টগ্রাম সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, তিনটি বেসমেন্টসহ ১৮ তলা (২ লাখ ৯৮ হাজার ৫০০ বর্গফুট) ভবনটির নির্মাণকাজে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি ২০ লাখ ৩৯ হাজার ৮০৭ টাকা। ৫৩ দশমিক ৪৫ কাঠা (৩৮ হাজার ৪৯০ বর্গফুট) জায়গায় শোর পাইল হবে ৩২০টি। ১৯ হাজার ৭৭০ বর্গফুটের বেসমেন্ট হবে তিনটি। ১৪ হাজার ২১৪ বর্গফুটের তিনটি ফ্লোর। পার্কিং করা যাবে ১৬০টি গাড়ি।
গত বছরের ১ জুন দরপত্র আহ্বান করা হয়। তাহের ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে এই কাজের জন্য চূড়ান্ত করে চসিক। প্রকল্পের ডিপিপি অনুযায়ী, নগর ভবনের তিন পাশে দৃষ্টিনন্দন বাগান থাকবে। সামনে নির্মাণ করা হবে মনোমুগ্ধকর ফোয়ারা। ভবনের কয়েকটি ফ্লোর বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়া হবে। থাকবে মাল্টিপারপাস হল, কনফারেন্স ও ব্যাংকুয়েট হল। ২০২৫ সালের ৬ সেপ্টেম্বরের মধ্যে নির্মাণকাজ শেষ করবে ঠিকাদারি প্রতিষ্ঠান।
নগরীর আন্দরকিল্লায় ১৯৬৪ সালে নির্মিত একটি ভবন চসিকের প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো। ভবনটি জরাজীর্ণ হয়ে ওঠায় ২০১০ সালের ১১ মার্চ নতুন নগর ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তবে অর্থছাড় না পাওয়াসহ নানা জটিলতায় এই কাজ আটকে যায়। বর্তমানে নগরের টাইগারপাস মোড়ে একটি ভবন চসিকের অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাসে বারবার রেখেছে সাহসিকতার স্বাক্ষর। সর্বশেষ ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানেও এই উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রেখেছে ব্যতিক্রমী ভূমিকা।
১২ মিনিট আগেযশোরের অভয়নগরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় কয়লা ডাম্পিং অব্যাহত রয়েছে। এতে ফুঁসে উঠেছেন অভিভাবকসহ সচেতন এলাকাবাসী। এর প্রতিকার চেয়ে যশোরের জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরে গণ পিটিশন দাখিল করা হয়েছে।
৩ ঘণ্টা আগেলাইসেন্স ও অনুমোদন না নিয়েই মেট্রোরেল লাইন-৬ (এমআরটি-৬)-এর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত অংশ সম্প্রসারণ চলছে। অথচ আইনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) থেকে লাইসেন্স নিয়ে নির্মাণকাজ শুরুর বাধ্যবাধকতা রয়েছে।
৪ ঘণ্টা আগেগোপালগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে সংঘর্ষে রিকশাচালক রমজান মুন্সি নিহতের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। শনিবার (২৬ জুলাই) গোপালগঞ্জ সদর থানায় নিহত রমজান মুন্সির ভাই জামাল মুন্সি বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতদের আসামি করা হলেও কোনো সংখ্যা উল্লেখ করেননি জামাল মুন্সি।
৮ ঘণ্টা আগে