Ajker Patrika

৩২ লেবু বাগান মালিক-শ্রমিক অপহরণ, পণের বিনিময়ে মুক্তি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
৩২ লেবু বাগান মালিক-শ্রমিক অপহরণ, পণের বিনিময়ে মুক্তি

চট্টগ্রামের পটিয়া-বোয়ালখালী উপজেলা সীমান্তে পাহাড়ি অঞ্চলের লেবু বাগান থেকে ৩২ বাগান মালিক ও লেবুচাষিকে অপহরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে পটিয়া-বোয়ালখালী উপজেলার সীমান্তবর্তী কড়লডেঙ্গা পাহাড়ের ছালদাছড়ির মুখ এলাকায় এ ঘটনা ঘটে। তাঁদের মধ্যে ১১ জনের কাছ থেকে মুক্তিপণ আদায় করে মঙ্গলবার রাতে তাঁদের ছেড়ে দেয় সন্ত্রাসীরা। অপহৃতরা সবাই বোয়ালখালী ও পটিয়ার বাসিন্দা।

অপহৃত লেবু বাগানের মালিক সরোয়ার আলম জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে তাঁরা কড়লড়েঙ্গা পাহাড়ে লেবু বাগানে কাজ করতে যান। দুপুরের দিকে ১৫-২০ জনের একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে ৩০-৩৫ জন লেবুচাষি ও বাগান মালিককে জিম্মি করে নিয়ে যায়। এর পর, পাহাড়ের গহিনে নিয়ে গিয়ে তাঁদের মারধর করে। পরে ২১ জন শ্রমিককে সন্ত্রাসীরা ছেড়ে দিয়ে ১১ জন বাগান মালিককে আটকে রাখে। ১১ জনের মধ্যে শাহেদ ও আসিফকে বিকেলে ছেড়ে দেয় জিম্মিদের পরিবারের কাছে মুক্তিপণের খবর দেওয়ার জন্য। তাঁরা এসে পরিবারের কাছে খবর দিলে পরিবারের লোকজন মুক্তিপণের ব্যবস্থা করে জিম্মিদের ছাড়িয়ে আনেন। পরে ওই ৯ জনকে বুধবার ভোর রাতে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে মুক্তিপণের টাকার পরিমাণ জানা যায়নি।

এদিকে, বাগান মালিক ও লেবুচাষিদের ধরে নিয়ে যাওয়ার পর এলাকার লোকজন বিষয়টি পটিয়া থানা-পুলিশকে জানালে তাঁরা খবর পেয়ে বোয়ালখালী ও পটিয়া থানা মিলে একটি যৌথ পুলিশ টিম গঠন করে ঘটনাস্থল পরিদর্শন করে এবং এলাকার লোকজনের সঙ্গে কথা বলে।

পটিয়া থানার পরিদর্শক (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, ‘বিষয়টি স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পেরে পটিয়া ও বোয়ালখালী থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শক করেছে। অপহৃতরা সবাই ফেরত এসেছে। যারা লেবুচাষি ও বাগান মালিকদের ধরে নিয়ে গেছে তাঁরা পাহাড়ি ছিল। অপহরণকারীদের অবস্থান জানা এবং গ্রেপ্তার করার চেষ্টা চলছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত