Ajker Patrika

মুহিবুল্লাহ হত্যা: অস্ত্রসহ আরও দুই রোহিঙ্গা গ্রেপ্তার 

উখিয়া (প্রতিনিধি) কক্সবাজার
আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ২০: ৫৮
মুহিবুল্লাহ হত্যা: অস্ত্রসহ আরও দুই রোহিঙ্গা গ্রেপ্তার 

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের শীর্ষ নেতা ও মুহিবুল্লাহ হত্যা মামলায় আরও দুই রোহিঙ্গাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন। আজ শনিবার  বিকেলে উখিয়ার কুতুপালং ১নং ক্যাম্প থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন,  কুতুপালং এক নম্বর ক্যাম্পের ডি-ব্লকের ছব্বির আহমদের ছেলে আবুল কালাম প্রকাশ আকু (৩৪) ও একই ক্যাম্পের ডি/৪ ব্লকের সৈয়দ আনোয়ারের ছেলে নাজিম উদ্দিন (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে শনিবার সন্ধ্যায় ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি নাঈমুল হক জানিয়েছেন, তাদের কাছ থেকে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়।

গত ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ ইস্ট-ওয়েস্ট (ডি ব্লকে) নিজ অফিসে অবস্থান করছিলেন মুহিবুল্লাহ। এ সময় বন্দুকধারীরা গুলি করে হত‌্যা করে তাঁকে। 

এরপর ৩০ সেপ্টেম্বর রাতে এ ঘটনায় উখিয়া থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন নিহত মুহিবুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ। 

এখন পর্যন্ত এ হত্যা মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়। তার মধ্যে মোহাম্মদ ইলিয়াছ নামে একজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

ইরানে সরকার উৎখাতের পরিকল্পনা জানত রাশিয়া, তেহরানে বিতর্ক তুঙ্গে

গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত