Ajker Patrika

তিতাসে সড়কের দুপাশে অবৈধ স্থাপনা, দুর্ভোগ চরমে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 
আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৪: ২১
তিতাসে সড়কের দুপাশে অবৈধ স্থাপনা, দুর্ভোগ চরমে

তিতাস উপজেলার একমাত্র প্রধান সড়কটি হলো গৌরীপুর-হোমনা সড়ক। অথচ সড়কটির উপজেলা পরিষদসংলগ্ন অংশের দুপাশে বালু দিয়ে ভরাট করে দোকানঘর নির্মাণ করায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে করে সড়কের কার্পেটিং উঠে গিয়ে সড়কে বড় বড় গর্ত তৈরি হয়েছে। ফলে যানবাহন চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। থেমে থেমে চলতে হচ্ছে ছোট বড় যানবাহনগুলোকে। এ অবস্থায় এলাকাবাসীর দাবি, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়কের পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক। 

এ বিষয়ে স্থানীয় খলিলুর রহমান বলেন, সড়কের দুপাশে বালু দিয়ে ভরাট করায় পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। ফলে সড়কটিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে কার্পেটিং উঠে গিয়ে গর্ত হয়ে গেছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলে এই সড়কে চলাচলকারী যানবাহনচালকদের দুর্ভোগ লাগব হবে।

কুমিল্লা-হোমনা বাসের যাত্রী সোহেল মিয়া জানান, প্রশাসনের নাকের ডগায় সড়ক ও জনপথের জায়গা ভরাট করে পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। এ কারণেই এখানে জলাবদ্ধতা এবং গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া তিতাসের জিয়ারকান্দি গোমতী ব্রিজের উত্তর পাড় থেকে হোমনা পর্যন্ত পুরো সড়কজুড়ে রয়েছে বড় বড় গর্ত। সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান তিনি। 

কুমিল্লা সড়ক ও জনপদ প্রকৌশলী মো. রেজা-ই-রাব্বি মোবাইল ফোনে বলেন, `আমি উপবিভাগীয় প্রকৌশলীকে বলে দিচ্ছি, উনি ব্যবস্থা নেবেন।' 

উপবিভাগীয় প্রকৌশলী নাজমুল শাকিব বলেন, এরই মধ্যে ছোট ছোট দুটি টেন্ডার হয়েছে এবং আমাদের কাজ চলছে। আর অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়টি আমাদের চলমান প্রক্রিয়া। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিয়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টাকে দেশে ফেরার নির্দেশ

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ প্রসঙ্গে যা বলল পাকিস্তানের পত্রিকা দ্য ডন

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত