চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে মো. নাদিম হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই আপন ভাই নাঈমের বিরুদ্ধে। চৌদ্দগ্রাম পৌরসভার রামচন্দ্রপুর পূর্বপাড়ায় শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত নাদিমের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।
নিহতের স্ত্রী শাহিনুর বলেন, ‘শুক্রবার বেলা সাড়ে ১১টায় জমিসংক্রান্ত বিষয় নিয়ে আমার স্বামী নাদিম তার মায়ের সঙ্গে বাগ্বিতণ্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে সে তার মাকে ধাক্কা দিলে আমার দেবর নাঈম ক্ষিপ্ত হয়ে আমার স্বামীর ওপর হামলা করে এবং তাকে কাঠ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় আমার শাশুড়ি ও জা (নাঈমের স্ত্রী) তাঁর ওপর হামলা চালায়। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে তাকে উদ্ধার করে ঘরে নিয়ে আসি। পরে তাঁর মাথায় পানি দেই এবং ওষুধ সেবন করিয়ে তাকে ঘরে রেখে কাজে চলে যাই। বিকেলে কাজ থেকে বাড়িতে এলে আমার স্বামী জানায়, আমার প্রচণ্ড খারাপ লাগছে, আমাকে হাসপাতালে নাও। পরে আমার বড় ছেলেকে কল দিয়ে দ্রুত বাড়িতে আসতে বলি। ছেলে আসলেই স্বামীকে হাসপাতালে নিব মনে করেছিলাম। ছেলে বাসায় ফিরতে দেরি হওয়ায় আর তাকে হাসপাতালে নিতে পারিনি। সন্ধ্যার পরে আমার স্বামী মারা গেছে। আমার দেবর নাঈম আমার স্বামীকে পিটিয়ে হত্যা করেছে। আমি এ হত্যার বিচার চাই।’
নিহতের ছেলে সাকিব বলেন, ‘সকালে বাবার সঙ্গে আমার কাকার মারামারির খবর পেয়ে বাড়িতে এসে আমি নিজেও আঘাত পাই। পরে পরিস্থিতি শান্ত হলে আমি জুমার নামাজ পড়ে সুয়াগাজীতে আমার খালার বাসায় যাই। বাবার অবস্থা খারাপ শুনে সন্ধ্যায় বাড়িতে চলে আসি। এসে দেখি বাবা মারা গেছে।’
এ বিষয়ে অভিযুক্ত নাঈম বলেন, ‘আমার মাকে মেরেছে শুনে আমি বাড়িতে এসে এর কারণ জিজ্ঞেস করলে নাদিম ভাই আমার ওপর আক্রমণ করে। কাঠ দিয়ে পিটিয়ে সে আমার হাত ভেঙে ফেলে। পরে স্থানীয়দের সহযোগিতায় আমি হাসপাতালে গিয়ে চিকিৎসা গ্রহণ করি। এ বিষয়ে আমি থানায় অভিযোগ দিতে যাই। এর মধ্যে শুনি আমার ভাই নিজ ঘরে মারা গেছে।’
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, খবর পেয়ে সুরতহাল শেষে নিহতের লাশ থানায় আনা হয়েছে। তার ডান পায়ের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য আজ শনিবার কুমিল্লায় পাঠানো হবে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
কুমিল্লার চৌদ্দগ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে মো. নাদিম হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই আপন ভাই নাঈমের বিরুদ্ধে। চৌদ্দগ্রাম পৌরসভার রামচন্দ্রপুর পূর্বপাড়ায় শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত নাদিমের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।
নিহতের স্ত্রী শাহিনুর বলেন, ‘শুক্রবার বেলা সাড়ে ১১টায় জমিসংক্রান্ত বিষয় নিয়ে আমার স্বামী নাদিম তার মায়ের সঙ্গে বাগ্বিতণ্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে সে তার মাকে ধাক্কা দিলে আমার দেবর নাঈম ক্ষিপ্ত হয়ে আমার স্বামীর ওপর হামলা করে এবং তাকে কাঠ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় আমার শাশুড়ি ও জা (নাঈমের স্ত্রী) তাঁর ওপর হামলা চালায়। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে তাকে উদ্ধার করে ঘরে নিয়ে আসি। পরে তাঁর মাথায় পানি দেই এবং ওষুধ সেবন করিয়ে তাকে ঘরে রেখে কাজে চলে যাই। বিকেলে কাজ থেকে বাড়িতে এলে আমার স্বামী জানায়, আমার প্রচণ্ড খারাপ লাগছে, আমাকে হাসপাতালে নাও। পরে আমার বড় ছেলেকে কল দিয়ে দ্রুত বাড়িতে আসতে বলি। ছেলে আসলেই স্বামীকে হাসপাতালে নিব মনে করেছিলাম। ছেলে বাসায় ফিরতে দেরি হওয়ায় আর তাকে হাসপাতালে নিতে পারিনি। সন্ধ্যার পরে আমার স্বামী মারা গেছে। আমার দেবর নাঈম আমার স্বামীকে পিটিয়ে হত্যা করেছে। আমি এ হত্যার বিচার চাই।’
নিহতের ছেলে সাকিব বলেন, ‘সকালে বাবার সঙ্গে আমার কাকার মারামারির খবর পেয়ে বাড়িতে এসে আমি নিজেও আঘাত পাই। পরে পরিস্থিতি শান্ত হলে আমি জুমার নামাজ পড়ে সুয়াগাজীতে আমার খালার বাসায় যাই। বাবার অবস্থা খারাপ শুনে সন্ধ্যায় বাড়িতে চলে আসি। এসে দেখি বাবা মারা গেছে।’
এ বিষয়ে অভিযুক্ত নাঈম বলেন, ‘আমার মাকে মেরেছে শুনে আমি বাড়িতে এসে এর কারণ জিজ্ঞেস করলে নাদিম ভাই আমার ওপর আক্রমণ করে। কাঠ দিয়ে পিটিয়ে সে আমার হাত ভেঙে ফেলে। পরে স্থানীয়দের সহযোগিতায় আমি হাসপাতালে গিয়ে চিকিৎসা গ্রহণ করি। এ বিষয়ে আমি থানায় অভিযোগ দিতে যাই। এর মধ্যে শুনি আমার ভাই নিজ ঘরে মারা গেছে।’
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, খবর পেয়ে সুরতহাল শেষে নিহতের লাশ থানায় আনা হয়েছে। তার ডান পায়ের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য আজ শনিবার কুমিল্লায় পাঠানো হবে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যা থেকে ৫০ শয্যার ভবন নির্মাণ ও দুটি আবাসিক ভবন নির্মাণে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম পাওয়া গেছে। দুর্নীতির মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পিরোজপুর স্বাস্থ্য অধিদপ্তরের ৩ প্রকৌশলী এবং নির্মাণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধ
২ মিনিট আগেপ্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় হৃদয় মিয়াজি (২৩) নামের আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের মনাইরকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
১১ মিনিট আগেগত বছরের ২২ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে নেমে মৃত্যুবরণ করেন দর্শন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহাম্মদ সোহাদ হক। তারপর এক বছর চলে গেলেও এখনো তাঁর মৃত্যুর রহস্য উদ্ঘাটন হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে গত বছর সুইমিংপুল বন্ধ করে দেওয়া হয়।
৩৫ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আমরণ অনশন কর্মসূচিতে আজ মঙ্গলবার অসুস্থ হয়ে পড়েছেন চার শিক্ষার্থী। তাঁদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের সূত্রে এ তথ্য জানা গেছে। কুয়েটের শিক্ষকেরা একাধিকবার শিক্ষার্থীদের কাছে গিয়ে অনশন প্রত্যাহারের অনুরোধ জানালেও স
৩৫ মিনিট আগে