Ajker Patrika

কবিরহাটে পলাতক আ.লীগ নেতার বাড়িতে ডাকাতি, বৃদ্ধাকে কুপিয়ে জখম

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০২ জুলাই ২০২৫, ১৪: ১৬
নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও ইউপির সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিনের মাকে কুপিয়ে জখম করে ডাকাত দল। তাঁকে হাসপাতালে নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা
নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও ইউপির সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিনের মাকে কুপিয়ে জখম করে ডাকাত দল। তাঁকে হাসপাতালে নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের দল কামালের মা হোসনে আরা বেগমকে (৬৫) কুপিয়ে সাড়ে ৪ ভরি স্বর্ণ ও নগদ ৪ লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে দক্ষিণ জগদানন্দ গ্রামে এ ঘটনা ঘটে। আহত হোসনে আরা বেগম ওই বাড়ির আবুল কাশেমের স্ত্রী। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত ৫ আগস্টের পর এলাকা ছেড়ে পালিয়ে যান কামাল উদ্দিন ও তাঁর পরিবারের লোকজন। তবে ওই বাড়িতে শুধু তাঁর মা হোসনে আরা থাকতেন। তাঁর কাছে কয়েক ভরি স্বর্ণ এবং নগদ টাকা আছে, এমন তথ্য প্রতিবেশীরা জানতেন। স্থানীয়দের ধারণা, চোর বা ডাকাত দলের সদস্যরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।

হোসনে আরার ছোট ছেলে মাইনুদ্দিন জানান, বাড়ির টিনের ঘরে তাঁর মা একাই থাকতেন। রাতে ডাকাত দল তাঁদের ঘরে ঢোকে। এ সময় তারা ৪ লাখ টাকা এবং তাঁর মায়ের কাছে সাড়ে চার ভরি ওজনের স্বর্ণালংকার ছিল, সেগুলো নিয়ে যায়। শরীর থেকে গয়না খুলে নেওয়ার সময় তাঁর নাক, কান ও গলার বিভিন্ন অংশ ছিঁড়ে যায়। ওই নারী একপর্যায়ে ডাকাত দলের সদস্যদের চিনে ফেললে মাথায় কোপ দেয়। রাতের স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে, পরে অবস্থার অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত