Ajker Patrika

কালবৈশাখী উড়িয়ে নিল প্রাথমিক বিদ্যালয়ের চাল

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ২০: ৪৯
কালবৈশাখী উড়িয়ে নিল প্রাথমিক বিদ্যালয়ের চাল

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং করল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চাল কালবৈশাখী ঝড়ে উড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতের ঝড়ে তা উড়ে যায়।

আজ শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের চাল পাশের মাঠে পড়ে আছে। সেখানে উপস্থিত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লাব্রেচাই মারমা বলেন, বিদ্যালয়ে শতাধিক ছাত্রছাত্রী আছে। পাকা ভবনে তিনটি কক্ষ। এর মধ্যে একটি অফিসরুম, বাকি দুটি শ্রেণিকক্ষ। টিনশেড ঘরেও শ্রেণি কার্যক্রম চলে। এখন পাঠদান ব্যাহত হওয়ার আশঙ্কায় আছেন তিনি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শরৎ চন্দ্র চাকমা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সুদৃষ্টি দিলে দ্রুত বিদ্যালয়ের চালের ব্যবস্থা হতে পারে। না হয় খোলা মাঠে ক্লাস করতে হবে।

এ বিষয়ে পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া আফরোজ বলেন, ‘প্রাথমিক শিক্ষা অফিসকে দ্রুত সরেজমিন তদন্ত প্রতিবেদন দিতে বলেছি। শিক্ষা কার্যক্রম ব্যাহত হতে দেওয়া যাবে না। যত দ্রুত সম্ভব ছাউনির ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত