রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
সৎ মায়ের সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর রান্নাঘরের মাটির নিচ থেকে শিশু সাঈফ আহম্মেদের (৪) মরদেহ উদ্ধার করেছে রামগঞ্জ থানা-পুলিশ। এ ঘটনায় রামগঞ্জ থানা-পুলিশ শিশু সাঈফের বাবা মো. মিরন হোসেন (৪০), সৎ মা কোহিনুর আক্তারসহ (৩৫) তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
আজ সোমবার বিকেলে রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের চৌকিদার বাড়ির কোহিনুর আক্তারের বাবার বসতবাড়ির রান্নাঘরের মাটির নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
শিশু সাঈফের প্রতিবেশী বাবুল হোসেন জানান, গত ৭ বছর আগে হাজীগঞ্জ উপজেলার দক্ষিণ রায়ছো চৈয়াল বাড়ির মিরন হোসেনের সঙ্গে রামগঞ্জ উপজেলার জয়পুরা গ্রামের হোসেন আলী ব্যাপারী বাড়ির আবুল বাশারের মেয়ে শারমিন আক্তারের বিয়ে হয়। বিয়ের পর ওই দম্পতির ঘরে সাইফ আহম্মেদের জন্ম হয়। এরই মাঝে মিরন হোসেনের সঙ্গে রামগঞ্জ উপজেলার দরবেশপুর গ্রামের চৌকিদার বাড়ির কোহিনুর আক্তারের পরকীয়া সম্পর্কের ঘটনায় সংসারে কলহ দেখা দেয়। সংসারে চরম তিক্ততার একপর্যায়ে মিরন হোসেন ও শারমিন আক্তারের বৈবাহিক বিচ্ছেদ হয়ে গেলেও শিশু সাঈফ আহম্মেদ বাবা ও সৎ মায়ের কাছে থেকে যায়।
সাঈফ আহম্মেদের চাচি ফাতেমা আক্তার জানান,৫-৬ দিন আগে সাইফকে নিয়ে কোহিনুর আক্তার রামগঞ্জ উপজেলার দরবেশপুর গ্রামে তার বাবার বাড়িতে বেড়াতে যায়। গত শনিবার বিকেলে সৎ মা কোহিনুর আক্তার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে গিয়ে জানান, শিশু সাঈফ তার সঙ্গে হাজীগঞ্জ আসার কিছুক্ষণ পরে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে শিশুটির সন্ধানে খবর দেওয়া হয় চাঁদপুরের ডুবুরিদল ও ফায়ার সার্ভিসকে। আশপাশের পুকুর ডোবা, নালায় খুঁজেও শিশুটিকে না পেয়ে শিশুর বাবা মিরন হোসেন হাজীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরি করার একদিন পর রোববার বিকেলে পুলিশ সাঈফের সৎ মা কোহিনুর আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
রামগঞ্জ থানা-পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদে শিশু সাঈফকে শ্বাসরোধে হত্যা করে কোহিনুর আক্তার তার বাবার বাড়ির রান্নাঘরের মাটির নিচে পুতে রেখেছেন বলে জানতে পারে। এ তথ্য হাজীগঞ্জ থানা-পুলিশ রামগঞ্জ থানা-পুলিশকে অবগত করে।
বিষয়টি জানতে পেরে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হকের নেতৃত্বে উপপরিদর্শক দিবাকর রায় ও উপপরিদর্শক সৈয়দ দেলোয়ার হোসেন দরবেশপুর গ্রামের চৌকিদার বাড়ির কোহিনুর আক্তারের বাবার বসতবাড়ির রান্নাঘরের মাটির মেঝে খুঁড়ে শিশু সাঈফ আহম্মেদের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় রামগঞ্জ থানা-পুলিশ শিশুটির বাবা মিরন হোসেন, সৎ মা কোহিনুর আক্তারসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
সৎ মায়ের সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর রান্নাঘরের মাটির নিচ থেকে শিশু সাঈফ আহম্মেদের (৪) মরদেহ উদ্ধার করেছে রামগঞ্জ থানা-পুলিশ। এ ঘটনায় রামগঞ্জ থানা-পুলিশ শিশু সাঈফের বাবা মো. মিরন হোসেন (৪০), সৎ মা কোহিনুর আক্তারসহ (৩৫) তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
আজ সোমবার বিকেলে রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের চৌকিদার বাড়ির কোহিনুর আক্তারের বাবার বসতবাড়ির রান্নাঘরের মাটির নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
শিশু সাঈফের প্রতিবেশী বাবুল হোসেন জানান, গত ৭ বছর আগে হাজীগঞ্জ উপজেলার দক্ষিণ রায়ছো চৈয়াল বাড়ির মিরন হোসেনের সঙ্গে রামগঞ্জ উপজেলার জয়পুরা গ্রামের হোসেন আলী ব্যাপারী বাড়ির আবুল বাশারের মেয়ে শারমিন আক্তারের বিয়ে হয়। বিয়ের পর ওই দম্পতির ঘরে সাইফ আহম্মেদের জন্ম হয়। এরই মাঝে মিরন হোসেনের সঙ্গে রামগঞ্জ উপজেলার দরবেশপুর গ্রামের চৌকিদার বাড়ির কোহিনুর আক্তারের পরকীয়া সম্পর্কের ঘটনায় সংসারে কলহ দেখা দেয়। সংসারে চরম তিক্ততার একপর্যায়ে মিরন হোসেন ও শারমিন আক্তারের বৈবাহিক বিচ্ছেদ হয়ে গেলেও শিশু সাঈফ আহম্মেদ বাবা ও সৎ মায়ের কাছে থেকে যায়।
সাঈফ আহম্মেদের চাচি ফাতেমা আক্তার জানান,৫-৬ দিন আগে সাইফকে নিয়ে কোহিনুর আক্তার রামগঞ্জ উপজেলার দরবেশপুর গ্রামে তার বাবার বাড়িতে বেড়াতে যায়। গত শনিবার বিকেলে সৎ মা কোহিনুর আক্তার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে গিয়ে জানান, শিশু সাঈফ তার সঙ্গে হাজীগঞ্জ আসার কিছুক্ষণ পরে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে শিশুটির সন্ধানে খবর দেওয়া হয় চাঁদপুরের ডুবুরিদল ও ফায়ার সার্ভিসকে। আশপাশের পুকুর ডোবা, নালায় খুঁজেও শিশুটিকে না পেয়ে শিশুর বাবা মিরন হোসেন হাজীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরি করার একদিন পর রোববার বিকেলে পুলিশ সাঈফের সৎ মা কোহিনুর আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
রামগঞ্জ থানা-পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদে শিশু সাঈফকে শ্বাসরোধে হত্যা করে কোহিনুর আক্তার তার বাবার বাড়ির রান্নাঘরের মাটির নিচে পুতে রেখেছেন বলে জানতে পারে। এ তথ্য হাজীগঞ্জ থানা-পুলিশ রামগঞ্জ থানা-পুলিশকে অবগত করে।
বিষয়টি জানতে পেরে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হকের নেতৃত্বে উপপরিদর্শক দিবাকর রায় ও উপপরিদর্শক সৈয়দ দেলোয়ার হোসেন দরবেশপুর গ্রামের চৌকিদার বাড়ির কোহিনুর আক্তারের বাবার বসতবাড়ির রান্নাঘরের মাটির মেঝে খুঁড়ে শিশু সাঈফ আহম্মেদের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় রামগঞ্জ থানা-পুলিশ শিশুটির বাবা মিরন হোসেন, সৎ মা কোহিনুর আক্তারসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
মেধার ভিত্তিতে সিট প্রদান, শিক্ষার্থীদের ফি কমানো, ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনাসহ নয় দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে স্মারকলিপি দিয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
৫ মিনিট আগেনাটোরের সিংড়ায় ফজরের নামাজ পড়তে মসজিদে প্রবেশের সময় এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম পারুহারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগেপৃথক বিশ্ববিদ্যালয়সহ সাত দফা দাবিতে আমরণ অনশনে থাকা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনশনরত ৯ শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছে। তাঁদের স্যালাইন দেওয়া হয়েছে। একজন চিকিৎসক ও দুজন নার্সকে শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখব
১৭ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, চরলক্ষ্যা নিমতলা এলাকার ইদ্রিস সওদাগরের ছেলে আলমগীর বাদশা (৪২) এবং শিকলবাহা ইউনিয়নের...
৩০ মিনিট আগে