চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় ট্রাকের চাপায় সাদিয়া আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর এলাকায় ঘটনা ঘটে। এরপর সাদিয়ার মরদেহের খাটিয়াসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর রেখে টানা সাড়ে তিন ঘন্টা অবরোধ করে রাখে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ও শিক্ষার্থীরা।এতে মহাসড়কের দুপাশে অন্তত ১০ কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে সাত দিনের মধ্যে বিদ্যালয়ের সামনে ফুটওভারব্রীজ নির্মাণের প্রতিশ্রুতিতে বিকাল পৌঁনে ৩টায় অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা। অবরোধ তুলে নিলেও বিকেল পর্যন্ত যানজট চলছিল।
খোঁজ নিয়ে জানা গেছে, নিহত সাদিয়া আক্তার কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর গ্রামের প্রবাসী সাইফুল ইসলামের মেয়ে। সে গোমতা ইসহাকিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।
আজ শনিবার বিদ্যালয় বন্ধ। প্রাইভেট পড়ে ফেরার পথে মহাসড়ক পারাপার হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এরপর বিক্ষুব্ধ জনতা ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন। পরে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ফয়েজ ইকবাল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, চান্দিনা থানার ওসি মো. সাহাবুদ্দীন খান, বাতাঘাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুর রহমান ও হাইওয়ে পুলিশ প্রায় তিন ঘন্টা চেষ্টার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় বিক্ষুব্ধ জনতাকে সাত দিনের মধ্যে বিদ্যালয়ের সামনে ফুটওভারব্রীজ নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল বলেন, ‘অবরোধ প্রত্যাহারের পর আমরা মরদেহের সঙ্গে স্কুলছাত্রীর বাড়ি যাই এবং মরদেহ দাফনের জন্য প্রশাসনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা দেওয়া হয়েছে।’
কুমিল্লার চান্দিনায় ট্রাকের চাপায় সাদিয়া আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর এলাকায় ঘটনা ঘটে। এরপর সাদিয়ার মরদেহের খাটিয়াসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর রেখে টানা সাড়ে তিন ঘন্টা অবরোধ করে রাখে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ও শিক্ষার্থীরা।এতে মহাসড়কের দুপাশে অন্তত ১০ কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে সাত দিনের মধ্যে বিদ্যালয়ের সামনে ফুটওভারব্রীজ নির্মাণের প্রতিশ্রুতিতে বিকাল পৌঁনে ৩টায় অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা। অবরোধ তুলে নিলেও বিকেল পর্যন্ত যানজট চলছিল।
খোঁজ নিয়ে জানা গেছে, নিহত সাদিয়া আক্তার কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর গ্রামের প্রবাসী সাইফুল ইসলামের মেয়ে। সে গোমতা ইসহাকিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।
আজ শনিবার বিদ্যালয় বন্ধ। প্রাইভেট পড়ে ফেরার পথে মহাসড়ক পারাপার হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এরপর বিক্ষুব্ধ জনতা ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন। পরে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ফয়েজ ইকবাল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, চান্দিনা থানার ওসি মো. সাহাবুদ্দীন খান, বাতাঘাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুর রহমান ও হাইওয়ে পুলিশ প্রায় তিন ঘন্টা চেষ্টার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় বিক্ষুব্ধ জনতাকে সাত দিনের মধ্যে বিদ্যালয়ের সামনে ফুটওভারব্রীজ নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল বলেন, ‘অবরোধ প্রত্যাহারের পর আমরা মরদেহের সঙ্গে স্কুলছাত্রীর বাড়ি যাই এবং মরদেহ দাফনের জন্য প্রশাসনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা দেওয়া হয়েছে।’
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদ থেকে আনায়ারুল ইসলাম আনার (৫২) নামের এক জেলের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার জাবরহাট ইউনিয়নের করনাই ঘাট গড়িপাড়া থেকে এ লাশ উদ্ধার করে।
২ মিনিট আগেবৈষম্যবিরোধী আন্দোলনকে ঘিরে ঢাকার আশুলিয়া থানার পৃথক মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট...
৪ মিনিট আগেজয়পুরহাটের আক্কেলপুরে রেললাইনে ঝাঁপ দিয়ে অজ্ঞাত (২৮) এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে উপজেলার কানুপুর রেলগেট এলাকার রবিদাসপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেবাগেরহাটে শ্বশুরবাড়ির লোকজনের মারধরে সোহাগ সরদার (২৭) নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (২৩ জুলাই) রাতে গুরুতর আহত অবস্থায় তাঁকে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সোহাগের মৃত্যু হয়।
২১ মিনিট আগে