Ajker Patrika

নব্য জেএমবির এক জঙ্গির সাড়ে ৫ বছরের কারাদণ্ড

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১৬: ০১
নব্য জেএমবির এক জঙ্গির সাড়ে ৫ বছরের কারাদণ্ড

চট্টগ্রামের সদরঘাট থানায় বোমা হামলার পরিকল্পনাকারী নব্য জেএমবির এক সদস্যকে পাঁচ বছর ছয় মাস সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া ২০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়। আজ মঙ্গলবার চট্টগ্রাম সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিম এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত আসামির নাম রাকিবুল হাসান ওরফে জনি ওরফে সালাউদ্দিন (২৪)। তিনি কুমিল্লা জেলার কোদালকাটা রাঙ্গারা বাজার এলাকার জসিম উদ্দিনের ছেলে। 

রায় ঘোষণার আগে তাঁকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায়ের পর তাঁকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। 

ট্রাইব্যুনালের পিপি মনোরঞ্জন ধর আজকের পত্রিকাকে বলেন, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে পারায় আদালত এ রায় দিয়েছেন। এই মামলার আরেক আসামি শিশু হওয়ায় শিশু আদালতে তার বিচার চলছে।

এর আগে ২০১৮ সালের ১ জানুয়ারি নগরের সদরঘাট থানা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে পুলিশ রাকিবসহ দুই জঙ্গিকে গ্রেপ্তার করে। পুলিশ তাঁদের কাছ থেকে ১০টি গ্রেনেড, দুটি সুইসাইডাল ভেস্ট উদ্ধার করে। গ্রেপ্তারের দুই মাস আগে তাঁরা চট্টগ্রামে এসেছিলেন। চট্টগ্রাম এসে সদরঘাট থানায় জঙ্গি হামলার পরিকল্পনা করেন। পুলিশ তাঁদের কাছ থেকে সদরঘাট থানায় হামলার দুটি ম্যাপ উদ্ধার করেছিলেন।

গ্রেপ্তারকৃত দুই আসামি নব্য জেএমবির সদস্য। তাঁরা জামালপুর ও শেরপুরে প্রশিক্ষণ নেওয়ার কথা স্বীকার করেন। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, সরকারি কর্মকর্তা ও পুলিশের ওপর হামলার পরিকল্পনা ছিল দুই জঙ্গির। তাঁরা সদরঘাট থানায় আত্মঘাতী হামলা করে পুলিশের মনোবল ভাঙতে চেয়েছিলেন বলে সে সময় পুলিশের কাছে স্বীকার করেন। গ্রেপ্তারের পর সদরঘাট থানার এসআই রাজেশ বড়ুয়া দুজনের বিরুদ্ধে মামলা করেন।

আসামির বিরুদ্ধে ২০১৯ সালের ১৫ অক্টোবর অভিযোগ গঠন করা হয়। সাত সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত