চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় টিনশেড বসতঘরে বিদ্যুতায়িত হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পুরান বাজার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম জাফরাবাদ গ্রামের ঢালী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই এলাকার মৃত আব্দুল ঢালীর ছেলে মো. মন্টু ঢালী (৭০) এবং খান বাড়ির আমিন খানের ছেলে মো. আনোয়ার হোসেন খান (৫৫)।
মন্টু ঢালীর ছেলে আল আমিন ও পুত্রবধূ ফাহিমা বেগম জানান, বিদ্যুতের আর্থিং সমস্যা থেকে ঘরের টিনের বেড়া বিদ্যুতায়িত হয়ে থাকতে পারে। ঘটনার সময় আনোয়ার খান নতুন আত্মীয়তার বিষয়ে আলাপ সেরে চলে যাচ্ছিলেন। তিনি ঘর থেকে বেরিয়ে টিনে হাত দিলে বিদ্যুতায়িত হন। তাঁকে বাঁচাতে গিয়ে মন্টু ঢালীরও একই পরিণতি হয়।
স্থানীয়রা দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসিবুল আহসান জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই দুজন মারা যান।
খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মহসীন আলম ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, এ ঘটনায় নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় দুটি পৃথক অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) অনুমোদনে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় টিনশেড বসতঘরে বিদ্যুতায়িত হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পুরান বাজার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম জাফরাবাদ গ্রামের ঢালী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই এলাকার মৃত আব্দুল ঢালীর ছেলে মো. মন্টু ঢালী (৭০) এবং খান বাড়ির আমিন খানের ছেলে মো. আনোয়ার হোসেন খান (৫৫)।
মন্টু ঢালীর ছেলে আল আমিন ও পুত্রবধূ ফাহিমা বেগম জানান, বিদ্যুতের আর্থিং সমস্যা থেকে ঘরের টিনের বেড়া বিদ্যুতায়িত হয়ে থাকতে পারে। ঘটনার সময় আনোয়ার খান নতুন আত্মীয়তার বিষয়ে আলাপ সেরে চলে যাচ্ছিলেন। তিনি ঘর থেকে বেরিয়ে টিনে হাত দিলে বিদ্যুতায়িত হন। তাঁকে বাঁচাতে গিয়ে মন্টু ঢালীরও একই পরিণতি হয়।
স্থানীয়রা দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসিবুল আহসান জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই দুজন মারা যান।
খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মহসীন আলম ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, এ ঘটনায় নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় দুটি পৃথক অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) অনুমোদনে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার সকালে সিঅ্যান্ডবি মোড়ে গিয়ে দেখা যায়, ম্যুরালের পাদদেশে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু হয়েছে। পেছনে দাঁড়িয়ে প্রতিকৃতি মুছে ফেলা ম্যুরাল। ম্যুরালের নিচের অংশে রয়েছে আঘাতের চিহ্ন। দুপাশে সীমানাপ্রাচীরের সঙ্গে থাকা টেরাকাটার কিছু অংশ তুলে ফেলা হয়েছে। ওপরের অংশে লেখা, ‘জালেমের ওপর
৭ মিনিট আগেমিটফোর্ডে ব্যবসায়ী লালচাঁদ ওরফে মো. সোহাগ হত্যার ঘটনায় একাধিকবার ইট মারা মো. রিজওয়ান উদ্দিন অভিকে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী...
১০ মিনিট আগেঢাকার মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় অভিযুক্ত পাথর নিক্ষেপকারীকে পটুয়াখালীর সদর উপজেলার ইটবাড়িয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার দিবাগত (১৫ জুলাই) রাতে ঢাকার ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
১৭ মিনিট আগেকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য প্রদত্ত ভাইস চ্যান্সেলর স্কলারশিপে মনোনীত তালিকায় থাকা’ প্রশ্নফাঁস’ কাণ্ডে নাম আসা শিক্ষার্থীর স্কলারশিপ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার...
২০ মিনিট আগে