চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
দশম দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার টানা অবরোধের প্রথম দিন কক্সবাজারের চকরিয়া পৌরশহরের সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করা হয়েছে। আজ বুধবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পৌর শহরের মাতামুহুরি সেতুর ওপর অবরোধের এই চেষ্টা করা হয়।
খবর পেয়ে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একদল বিজিবি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অবরোধকারীরা পালিয়ে যায়। এক দফা দাবি আদায়ে গত ২৯ অক্টোবর থেকে কখনো অবরোধ, কখনো হরতালের কর্মসূচি দিয়ে আসছে বিএনপিসহ সমমনা দলগুলো।
এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌর শহরের মাতামুহুরি সেতুর ওপর একদল দুর্বৃত্ত টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ সেখানে যাওয়ার আগেই অবরোধকারী দুর্বৃত্তরা সরে যায়। পরে পুলিশ সড়ক থেকে টায়ার সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।’
ওসি আরও বলেন, ‘চকরিয়ায় কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি মোতায়েন রয়েছে। এখন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কারা সড়কে টায়ার জ্বালিয়ে নাশকতার চেষ্টা করেছে, তা খুঁজে বের করার চেষ্টা করা চলছে।’
দশম দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার টানা অবরোধের প্রথম দিন কক্সবাজারের চকরিয়া পৌরশহরের সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করা হয়েছে। আজ বুধবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পৌর শহরের মাতামুহুরি সেতুর ওপর অবরোধের এই চেষ্টা করা হয়।
খবর পেয়ে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একদল বিজিবি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অবরোধকারীরা পালিয়ে যায়। এক দফা দাবি আদায়ে গত ২৯ অক্টোবর থেকে কখনো অবরোধ, কখনো হরতালের কর্মসূচি দিয়ে আসছে বিএনপিসহ সমমনা দলগুলো।
এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌর শহরের মাতামুহুরি সেতুর ওপর একদল দুর্বৃত্ত টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ সেখানে যাওয়ার আগেই অবরোধকারী দুর্বৃত্তরা সরে যায়। পরে পুলিশ সড়ক থেকে টায়ার সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।’
ওসি আরও বলেন, ‘চকরিয়ায় কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি মোতায়েন রয়েছে। এখন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কারা সড়কে টায়ার জ্বালিয়ে নাশকতার চেষ্টা করেছে, তা খুঁজে বের করার চেষ্টা করা চলছে।’
এর আগে রাত ৯টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের পশ্চিম ঘোড়ামারা এলাকার মধ্যনগর জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত সাহেব আলী ওই এলাকার মৃত ছাবেদ আলীর ছেলে।
১৯ মিনিট আগে‘এমপিও নীতিমালা ২০২১’-এর ১১.১৭ ধারায় বলা হয়েছে, কোনো এমপিওভুক্ত শিক্ষক আর্থিক লাভজনক অন্য কোনো পদে নিযুক্ত থাকতে পারবেন না। এ নিয়ম উপেক্ষা করে এসব শিক্ষক একই সঙ্গে দুই পেশায় নিয়োজিত রয়েছেন।
২৬ মিনিট আগেরাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার রোডে বাস ধাক্কায় মোটরসাইকেল চালক এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম বোরহান উদ্দিন (৩১)। আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
২৮ মিনিট আগেরাজধানীর সূত্রাপুর কাগজিটোলা এলাকার একটি বাসায় মধ্যরাতে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, ভ্যানচালক রিপন (৪০), তাঁর স্ত্রী চাঁদনী (৩৫), ছেলে তামীম...
৩৫ মিনিট আগে