Ajker Patrika

চকরিয়ায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১৪: ৩৮
চকরিয়ায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা

দশম দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার টানা অবরোধের প্রথম দিন কক্সবাজারের চকরিয়া পৌরশহরের সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করা হয়েছে। আজ বুধবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পৌর শহরের মাতামুহুরি সেতুর ওপর অবরোধের এই চেষ্টা করা হয়।

খবর পেয়ে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একদল বিজিবি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অবরোধকারীরা পালিয়ে যায়। এক দফা দাবি আদায়ে গত ২৯ অক্টোবর থেকে কখনো অবরোধ, কখনো হরতালের কর্মসূচি দিয়ে আসছে বিএনপিসহ সমমনা দলগুলো।

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌর শহরের মাতামুহুরি সেতুর ওপর একদল দুর্বৃত্ত টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ সেখানে যাওয়ার আগেই অবরোধকারী দুর্বৃত্তরা সরে যায়। পরে পুলিশ সড়ক থেকে টায়ার সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।’

ওসি আরও বলেন, ‘চকরিয়ায় কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি মোতায়েন রয়েছে। এখন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কারা সড়কে টায়ার জ্বালিয়ে নাশকতার চেষ্টা করেছে, তা খুঁজে বের করার চেষ্টা করা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত