Ajker Patrika

লক্ষ্মীপুরে একই বাড়ির ১২ জনকে অচেতন, তবু চুরি করতে ব্যর্থ

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে একই বাড়ির ১২ জনকে অচেতন করে চুরির চেষ্টা দুর্বৃত্তদের। সদর হাসপাতালে ভর্তি অনেকে। ছবি: আজকের পত্রিকা
লক্ষ্মীপুরে একই বাড়ির ১২ জনকে অচেতন করে চুরির চেষ্টা দুর্বৃত্তদের। সদর হাসপাতালে ভর্তি অনেকে। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরের কমলনগরে একই বাড়ির তিন পরিবারের চার শিশুসহ ১২ জনকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

স্বজনদের অভিযোগ, চুরি করতে গোপনে খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে রেখেছিল দুর্বৃত্তরা। তবে বাড়ির বাকি সদস্যরা মধ্যরাতে এসে পড়ায় মালামাল নিতে পারেনি চোরেরা।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার চর ফলকন ইউনিয়নের শাহজাহান মির্দার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, পরিবারের সবাই মিলে মঙ্গলবার বিকেলে প্রতিবেশী এক বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। রাতে ফিরে তাঁরা আগে থেকে রান্না করা খাবার খেয়ে বেশির ভাগ সদস্য ঘুমাতে যান। দুই শিশু বমি করলেও অন্যরা বিষয়টি অনুমান করতে পারেননি। পরিবারের অপর সদস্যরা রাতে বাড়ি ফিরে একাধিকবার ডাকাডাকি করলেও কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে সবাইকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে ১২ জনকেই চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সোহেল রানা জানান, অচেতন অবস্থায় নিয়ে আসা শিশুসহ ১২ জনের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, অসুস্থদের খাবারে নেশাজাতীয় দ্রব্য ছিল।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম জানান, নেশাদ্রব্য খাইয়ে একই বাড়ির ৩ পরিবারের ১২ জনকে অচেতন করার ঘটনার বিষয় তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত