কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাইয়ে অনির্দিষ্টকালের জন্য সিএনজিচালিত অটোরিকশার ধর্মঘট চলছে। আজ রোববার সকাল ৬টা থেকে কাপ্তাই-লিচুবাগান ও কাপ্তাই-আসামবস্তী সড়কে বন্ধ রয়েছে অটোরিকশা চলাচল।
এদিকে ধর্মঘটের কারণে উভয় সড়কে অটোরিকশার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অফিসগামী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ হেঁটেই গন্তব্যে রওনা হন।
কাপ্তাই সিএনজি সমিতির সদস্য মো. মামুন ও মো. ফারুককে আসামবস্তী সড়কে সন্ত্রাসীরা আহত করার প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেয়। রাঙামাটি জেলা সিএনজি অটোচালক সমিতির নির্দেশনায় ধর্মঘট পালিত হচ্ছে বলে জানান কাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম।
যাত্রী মো. ইমরান, সেকান্দর, উসাইনু মারমা জানান, কোনো রকম ঘোষণা ছাড়া সিএনজি অটোচালকেরা ধর্মঘট ডাকায় যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে।
এদিকে রোববার সকাল ৯টায় কাপ্তাই রেশমবাগান পুলিশ চেকপোস্টে গিয়ে দেখা গেছে, কেপিএম সিএনজি অটোচালক সমিতির সদস্যরা অবস্থান নিয়ে অটোরিকশা চলাচলে বাধা দিচ্ছেন।
অন্যদিকে রোববার সকাল ১০টায় কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি মূল সড়কে গিয়ে দেখা গেছে, এখানেও অটোরিকশাচালকেরা রাস্তায় অবস্থান নিয়েছেন। তাঁরা অটোরিকশা চলতে দিচ্ছেন না।
বড়ইছড়ি সিএনজি অটোচালক সমিতির সভাপতি আমির হোসেন ও সিএনজি অটোচালক বাবলু মল্লিক বলেন, ‘আসামবস্তী সড়কসহ রাঙামাটিতে আমাদের সদস্যদের পাহাড়ি সন্ত্রাসীরা পিটিয়ে গুরুতর জখম করেছে। এর বিচার না পাওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাব।’
রাঙামাটির কাপ্তাইয়ে অনির্দিষ্টকালের জন্য সিএনজিচালিত অটোরিকশার ধর্মঘট চলছে। আজ রোববার সকাল ৬টা থেকে কাপ্তাই-লিচুবাগান ও কাপ্তাই-আসামবস্তী সড়কে বন্ধ রয়েছে অটোরিকশা চলাচল।
এদিকে ধর্মঘটের কারণে উভয় সড়কে অটোরিকশার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অফিসগামী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ হেঁটেই গন্তব্যে রওনা হন।
কাপ্তাই সিএনজি সমিতির সদস্য মো. মামুন ও মো. ফারুককে আসামবস্তী সড়কে সন্ত্রাসীরা আহত করার প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেয়। রাঙামাটি জেলা সিএনজি অটোচালক সমিতির নির্দেশনায় ধর্মঘট পালিত হচ্ছে বলে জানান কাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম।
যাত্রী মো. ইমরান, সেকান্দর, উসাইনু মারমা জানান, কোনো রকম ঘোষণা ছাড়া সিএনজি অটোচালকেরা ধর্মঘট ডাকায় যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে।
এদিকে রোববার সকাল ৯টায় কাপ্তাই রেশমবাগান পুলিশ চেকপোস্টে গিয়ে দেখা গেছে, কেপিএম সিএনজি অটোচালক সমিতির সদস্যরা অবস্থান নিয়ে অটোরিকশা চলাচলে বাধা দিচ্ছেন।
অন্যদিকে রোববার সকাল ১০টায় কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি মূল সড়কে গিয়ে দেখা গেছে, এখানেও অটোরিকশাচালকেরা রাস্তায় অবস্থান নিয়েছেন। তাঁরা অটোরিকশা চলতে দিচ্ছেন না।
বড়ইছড়ি সিএনজি অটোচালক সমিতির সভাপতি আমির হোসেন ও সিএনজি অটোচালক বাবলু মল্লিক বলেন, ‘আসামবস্তী সড়কসহ রাঙামাটিতে আমাদের সদস্যদের পাহাড়ি সন্ত্রাসীরা পিটিয়ে গুরুতর জখম করেছে। এর বিচার না পাওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাব।’
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে সিরাজগঞ্জের কামারখন্দ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। রোববার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
১০ মিনিট আগে২৮ তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে মির্জা তারেক আহমেদ বেগ এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ মাসুদ আলম নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছরের জন্য নির্বাচিত হয়েছেন তাঁরা। মির্জা তারেক আহমেদ বেগ ও মোহাম্মদ মাসুদ আলম ডিএমপিতে উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত।
২৬ মিনিট আগেসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ের (বাংকার) সংরক্ষিত এলাকায় পাথর তুলতে গিয়ে বালুচাপায় হাবিবুর রহমান (৩৫) নামে এক শ্রমিক মারা গেছেন। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগেরাজধানীর শ্যামপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের চেষ্টা করার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ডিএমপির শ্যামপুর মডেল থানা-পুলিশ। তাঁর নাম সিয়াম সরকার (২২)।
৩৫ মিনিট আগে