Ajker Patrika

ফটিকছড়িতে বিদ্যুতায়িত হয়ে শ্রমিক নিহত

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
ফটিকছড়িতে বিদ্যুতায়িত হয়ে শ্রমিক নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুতের তারে জড়িয়ে মুহাম্মদ আরিফ (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে গতকাল রোববার রাতে উপজেলার দাঁতমারা ইউনিয়নের ঢালারমুখ এলাকায় বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন তিনি। 

নিহত মুহাম্মদ আরিফ উপজেলার বাগানবাজার ইউনিয়নের দক্ষিণ পানুয়া গ্রামের মোহাম্মদ হানিফ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন বাঁশের শ্রমিক। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঢালারমুখ এলাকায় গাড়িতে বাঁশ তুলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টেজের বিদ্যুতের তারে লেগে বিদ্যুতায়িত হন তিনি। এ সময় তাঁর শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। তাঁকে দ্রুত উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টার দিকে মারা যান আরিফ। 

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ফারুকী বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত