চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় জমিতে পানিনিষ্কাশন নিয়ে দুই পক্ষের মারামারিতে মো. আবুল কাশেম (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ আব্দুর রহিম ও আলাউদ্দিন নামে দুজনকে আটক করেছে।
আজ শনিবার দুপুরে কুমিল্লার চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাকুচ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম ওই গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর ও গল্লাই ইউনিয়নের সীমান্তবর্তী ফসলি মাঠে ধানখেতের পানিনিষ্কাশন নিয়ে দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাকুচ গ্রামের আবুল কাশেম ও গল্লাই ইউনিয়নের হোসেনপুর গ্রামের রহিম মিয়ার সঙ্গে কথা-কাটাকাটি হয়। রহিম মিয়া ও তাঁর দুই ছেলে আলাউদ্দিন, জুনাইদ ওই সংঘর্ষে লিপ্ত হন। এ পর্যায়ে তাঁদের ঘুষিতে মাটিতে লুটিয়ে পড়েন কৃষক আবুল কাশেম। এ সময় তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু ঘটে তাঁর।
প্রত্যক্ষদর্শী নিহত ব্যক্তির ছেলে রেজাউল করিম বলেন, ‘শনিবার সকালে বাবার সঙ্গে আমি জমিতে পানি সেচ করতে যাই। আমরা তাদের জমির পাশ দিয়ে জমিতে পানি ছাড়তেই আব্দুর রহিম বাধা দেয়। একপর্যায়ে তারা কয়েকজন এসে আমার বাবাকে পিটিয়ে ও বুকে ঘুষি দিলে তিনি মাটিতে লুটে পড়েন। আমার চিৎকারে আশপাশের লোকজন এসে আমার বাবাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহাবুদ্দীন খান বলেন, ‘ঘটনা জানার পরপর আমরা ঘটনাস্থলে যাই। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আগামীকাল রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার।’
কুমিল্লার চান্দিনায় জমিতে পানিনিষ্কাশন নিয়ে দুই পক্ষের মারামারিতে মো. আবুল কাশেম (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ আব্দুর রহিম ও আলাউদ্দিন নামে দুজনকে আটক করেছে।
আজ শনিবার দুপুরে কুমিল্লার চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাকুচ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম ওই গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর ও গল্লাই ইউনিয়নের সীমান্তবর্তী ফসলি মাঠে ধানখেতের পানিনিষ্কাশন নিয়ে দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাকুচ গ্রামের আবুল কাশেম ও গল্লাই ইউনিয়নের হোসেনপুর গ্রামের রহিম মিয়ার সঙ্গে কথা-কাটাকাটি হয়। রহিম মিয়া ও তাঁর দুই ছেলে আলাউদ্দিন, জুনাইদ ওই সংঘর্ষে লিপ্ত হন। এ পর্যায়ে তাঁদের ঘুষিতে মাটিতে লুটিয়ে পড়েন কৃষক আবুল কাশেম। এ সময় তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু ঘটে তাঁর।
প্রত্যক্ষদর্শী নিহত ব্যক্তির ছেলে রেজাউল করিম বলেন, ‘শনিবার সকালে বাবার সঙ্গে আমি জমিতে পানি সেচ করতে যাই। আমরা তাদের জমির পাশ দিয়ে জমিতে পানি ছাড়তেই আব্দুর রহিম বাধা দেয়। একপর্যায়ে তারা কয়েকজন এসে আমার বাবাকে পিটিয়ে ও বুকে ঘুষি দিলে তিনি মাটিতে লুটে পড়েন। আমার চিৎকারে আশপাশের লোকজন এসে আমার বাবাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহাবুদ্দীন খান বলেন, ‘ঘটনা জানার পরপর আমরা ঘটনাস্থলে যাই। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আগামীকাল রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার।’
ভূমি ও কৃষি সংস্কার এবং পরিবেশ সুরক্ষায় স্থায়ী জাতীয় কমিশন গঠনের দাবি জানিয়েছে ১৩টি নাগরিক সংগঠন। আজ রোববার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা ৩৬ দফা প্রস্তাবনা উত্থাপন করে।
১ মিনিট আগেবাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি মো. আলী হোসেনকে দল থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। আজ রোববার দুপুরে বিএনপির সব পর্যায়ের পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়।
৩ মিনিট আগেপুঠিয়ায় বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া (তালপুকুর) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
১২ মিনিট আগেহাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রথম পর্যটন-প্রচারণামূলক ম্যারাথন ‘বিউটিফুল বাংলাদেশ রান ২০২৫’। ম্যারাথনটির আয়োজনে নেতৃত্ব দিচ্ছে এটিজেএফবি, পৃষ্ঠপোষক রিদম গ্রুপ ও সহযোগিতায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
৩২ মিনিট আগে