চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় জমিতে পানিনিষ্কাশন নিয়ে দুই পক্ষের মারামারিতে মো. আবুল কাশেম (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ আব্দুর রহিম ও আলাউদ্দিন নামে দুজনকে আটক করেছে।
আজ শনিবার দুপুরে কুমিল্লার চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাকুচ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম ওই গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর ও গল্লাই ইউনিয়নের সীমান্তবর্তী ফসলি মাঠে ধানখেতের পানিনিষ্কাশন নিয়ে দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাকুচ গ্রামের আবুল কাশেম ও গল্লাই ইউনিয়নের হোসেনপুর গ্রামের রহিম মিয়ার সঙ্গে কথা-কাটাকাটি হয়। রহিম মিয়া ও তাঁর দুই ছেলে আলাউদ্দিন, জুনাইদ ওই সংঘর্ষে লিপ্ত হন। এ পর্যায়ে তাঁদের ঘুষিতে মাটিতে লুটিয়ে পড়েন কৃষক আবুল কাশেম। এ সময় তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু ঘটে তাঁর।
প্রত্যক্ষদর্শী নিহত ব্যক্তির ছেলে রেজাউল করিম বলেন, ‘শনিবার সকালে বাবার সঙ্গে আমি জমিতে পানি সেচ করতে যাই। আমরা তাদের জমির পাশ দিয়ে জমিতে পানি ছাড়তেই আব্দুর রহিম বাধা দেয়। একপর্যায়ে তারা কয়েকজন এসে আমার বাবাকে পিটিয়ে ও বুকে ঘুষি দিলে তিনি মাটিতে লুটে পড়েন। আমার চিৎকারে আশপাশের লোকজন এসে আমার বাবাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহাবুদ্দীন খান বলেন, ‘ঘটনা জানার পরপর আমরা ঘটনাস্থলে যাই। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আগামীকাল রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার।’
কুমিল্লার চান্দিনায় জমিতে পানিনিষ্কাশন নিয়ে দুই পক্ষের মারামারিতে মো. আবুল কাশেম (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ আব্দুর রহিম ও আলাউদ্দিন নামে দুজনকে আটক করেছে।
আজ শনিবার দুপুরে কুমিল্লার চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাকুচ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম ওই গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর ও গল্লাই ইউনিয়নের সীমান্তবর্তী ফসলি মাঠে ধানখেতের পানিনিষ্কাশন নিয়ে দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাকুচ গ্রামের আবুল কাশেম ও গল্লাই ইউনিয়নের হোসেনপুর গ্রামের রহিম মিয়ার সঙ্গে কথা-কাটাকাটি হয়। রহিম মিয়া ও তাঁর দুই ছেলে আলাউদ্দিন, জুনাইদ ওই সংঘর্ষে লিপ্ত হন। এ পর্যায়ে তাঁদের ঘুষিতে মাটিতে লুটিয়ে পড়েন কৃষক আবুল কাশেম। এ সময় তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু ঘটে তাঁর।
প্রত্যক্ষদর্শী নিহত ব্যক্তির ছেলে রেজাউল করিম বলেন, ‘শনিবার সকালে বাবার সঙ্গে আমি জমিতে পানি সেচ করতে যাই। আমরা তাদের জমির পাশ দিয়ে জমিতে পানি ছাড়তেই আব্দুর রহিম বাধা দেয়। একপর্যায়ে তারা কয়েকজন এসে আমার বাবাকে পিটিয়ে ও বুকে ঘুষি দিলে তিনি মাটিতে লুটে পড়েন। আমার চিৎকারে আশপাশের লোকজন এসে আমার বাবাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহাবুদ্দীন খান বলেন, ‘ঘটনা জানার পরপর আমরা ঘটনাস্থলে যাই। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আগামীকাল রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার।’
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের একটি বেসরকারি ক্লিনিকে টনসিলের অস্ত্রোপচারের পর এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে মির্জাপুর মডার্ন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। শিশুটির মৃত্যু হলে হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্তৃপক্ষ গা ঢাকা দেন।
২ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলে নেমে উত্তাল ঢেউয়ে ভেসে যাচ্ছিলেন কুয়াকাটায় বেড়াতে আসা এক পর্যটক। আজ শুক্রবার (২৫ জুলাই) দুপুরে হোটেল সাউদ-বিসসংলগ্ন সৈকতে এই ঘটনা ঘটে। পরে স্থানীয় জেলেরা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
১০ মিনিট আগেমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ভাই-বোন তাহনিয়া আশরাফ নাজিফা ও আরিয়ান আশরাফ নাফি-এর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। এ সময় তিনি শোকাহত পরিবারগুলোর খোঁজখবর নেন।
১৫ মিনিট আগেবঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভোলার চরফ্যাশন, মনপুরা, দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে মাঠঘাট, ফসলি জমি, মাছের ঘের, পুকুর ও গ্রামীণ রাস্তাঘাট তলিয়ে গেছে।
৩৯ মিনিট আগে