Ajker Patrika

বঙ্গোপসাগরে জাহাজডুবি, ১১ নাবিককে জীবিত উদ্ধার

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ২১: ৫৩
বঙ্গোপসাগরে জাহাজডুবি, ১১ নাবিককে জীবিত উদ্ধার

নোয়াখালীর হাতিয়ায় বঙ্গোপসাগরে ডুবে যাওয়া কার্গো জাহাজের ১১ নাবিককে জীবিত উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। এখনো নিখোঁজ রয়েছেন জাহাজের মাস্টার। পরে তাঁদের চট্টগ্রামমুখী একটি জাহাজে তুলে দেওয়া হয়। 

এর আগে আজ বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার ইসলামচরের কাছে জাহাজডুবির এ ঘটনা ঘটে। 

উদ্ধার হওয়া নাবিকদের উদ্ধৃতি দিয়ে কোস্ট গার্ড জানায়, প্রবল ঢেউয়ের মধ্যে জাহাজটি তলা পেটে ডুবে যায়। প্রথমে লাইফ জ্যাকেট পরে মাস্টার নদীতে ঝাঁপ দেন। পরে স্রোতের টানে মাস্টার অনেক দূরে চলে যাওয়ায় তাঁকে আর পাওয়া যায়নি। বাকি ১১ নাবিক সবাই জাহাজের ওপরের অংশ ধরে রেখে ভেসে ছিলেন। 

নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেহেদী জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি ঘটেছে সাগর মোহনায়। আমরা একটি ট্রলার নিয়ে ঘটনাস্থলের কাছাকাছি গিয়ে ফিরে এসেছি। সাগর খুব উত্তাল থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে পারিনি। তবে দুর্ঘটনার কবলে পড়া নাবিকদের স্বজনদের সঙ্গে কথা হয়েছে। জাহাজের নাবিকেরা এখন নিরাপদ রয়েছেন।’ তবে নিখোঁজ জাহাজের মাস্টারের বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি নৌ পুলিশের এই কর্মকর্তা। 

উদ্ধার হওয়া এক নাবিকের ভাই মো. ওহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘একটি মাছ ধরার ট্রলার আমার ভাইসহ ১১ জনকে জীবিত উদ্ধার করে অন্য একটি জাহাজে উঠিয়ে দিয়েছে। তাঁরা সবাই এখন নিরাপদ আছেন। নিখোঁজ মাস্টারের বিষয়ে তাঁর ভাই কিছু বলতে পারেননি। পানিতে মোবাইল নষ্ট হয়ে যাওয়ায় যোগাযোগ করা যাচ্ছে না।’ অন্য একজনের মোবাইল থেকে তিনি বাড়িতে কথা বলে এসব তথ্য দিয়েছেন বলে জানান তিনি। 

ওহিদুল ইসলাম আরও বলেন, ‘জাহাজটি চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে ঢাকা যাচ্ছিল। জাহাজে ১২ জন নাবিক ছিলেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত