Ajker Patrika

উখিয়ায় অস্ত্র, গুলিসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১৭ মে ২০২৪, ১১: ২১
উখিয়ায় অস্ত্র, গুলিসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজারের উখিয়ায় অস্ত্র, গুলিসহ মো. সেলিম (৩০) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রাজাপালং ইউনিয়নের শীলেরছড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটক সেলিম উখিয়া উপজেলার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৫ ব্লকের মৃত নুর আহাম্মদের ছেলে।

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শীলেরছড়া এলাকায় মাদক বেচাকেনার জন্য কয়েকজন লোক অবস্থান করছে এমন খবর পেয়ে র‍্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় দুই-তিনজন লোক দৌড়ে পালানোর চেষ্টা করলে র‍্যাব সদস্যরা ধাওয়া দিয়ে একজনকে আটক করে। তাঁর দেহ তল্লাশি করে দেশে তৈরি একটি বন্দুক ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, আটক সেলিম রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক অপরাধী চক্রের সদস্য। তাঁর বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত