কুমিল্লায় রিহ্যাব প্রেসিডেন্ট
কুমিল্লা প্রতিনিধি
ভবন নির্মাণে নকশা পাসের জটিলতা নিরসনে স্থাপত্য অধিদপ্তর গঠনের দাবি জানিয়েছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান।
আজ শুক্রবার কুমিল্লার পদুয়ার বাজারে কর্ণফুলী আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওয়াহিদুজ্জামান এ দাবি জানান। তিনি বলেন, ‘ভবন নির্মাণ করতে গেলে প্ল্যান পাসের অনেক জটিলতা রয়েছে। সুনির্দিষ্ট গাইডলাইন বা নির্দিষ্ট কোনো দপ্তর না থাকায় রিয়েল এস্টেট ব্যবসায়ী বা ব্যক্তি উদ্যোগে ভবন নির্মাণ করতে ভোগান্তির শিকার হতে হচ্ছে। এ বিষয়ে একটি স্থাপত্য অধিদপ্তর করে বিষয়টি সহজ করতে হবে।’
রিহ্যাব প্রেসিডেন্ট আরও বলেন, ‘সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ডেভেলপার ব্যবসায়ীদের রিহ্যাবের সদস্য হতে হবে। এ বিষয়ে সতর্ক ও সচেতন থাকতে হবে। তা না হলে যত্রতত্র বিল্ডিং করার ক্ষেত্রে আমাদের জবাবদিহি থাকবে না। রিহ্যাবের সদস্য পদ নিয়ে এবং সরকারি নিয়ম মেনে ভবন বানাতে হবে।’
অনুষ্ঠানে কর্ণফুলী গ্রুপের চেয়ারম্যান মো. মিজানুর রহমান ভূঁইয়া সভাপতিত্ব করেন। ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান ভূঁইয়ার পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া, গোল্ড সিলভার ডেভেলপার লিমিটেডের চেয়ারম্যান ফারুক আহমেদ ও কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মোশাররফ হোসাইন।
মেলা আয়োজকেরা জানান, ব্যবসা ও আবাসিকের সমন্বয়ে ১৭ তলাবিশিষ্ট কর্ণফুলী সৈয়দ আহমেদ শপিং মলের নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে কর্ণফুলী আবাসন মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলবে ২১ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
ভবন নির্মাণে নকশা পাসের জটিলতা নিরসনে স্থাপত্য অধিদপ্তর গঠনের দাবি জানিয়েছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান।
আজ শুক্রবার কুমিল্লার পদুয়ার বাজারে কর্ণফুলী আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওয়াহিদুজ্জামান এ দাবি জানান। তিনি বলেন, ‘ভবন নির্মাণ করতে গেলে প্ল্যান পাসের অনেক জটিলতা রয়েছে। সুনির্দিষ্ট গাইডলাইন বা নির্দিষ্ট কোনো দপ্তর না থাকায় রিয়েল এস্টেট ব্যবসায়ী বা ব্যক্তি উদ্যোগে ভবন নির্মাণ করতে ভোগান্তির শিকার হতে হচ্ছে। এ বিষয়ে একটি স্থাপত্য অধিদপ্তর করে বিষয়টি সহজ করতে হবে।’
রিহ্যাব প্রেসিডেন্ট আরও বলেন, ‘সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ডেভেলপার ব্যবসায়ীদের রিহ্যাবের সদস্য হতে হবে। এ বিষয়ে সতর্ক ও সচেতন থাকতে হবে। তা না হলে যত্রতত্র বিল্ডিং করার ক্ষেত্রে আমাদের জবাবদিহি থাকবে না। রিহ্যাবের সদস্য পদ নিয়ে এবং সরকারি নিয়ম মেনে ভবন বানাতে হবে।’
অনুষ্ঠানে কর্ণফুলী গ্রুপের চেয়ারম্যান মো. মিজানুর রহমান ভূঁইয়া সভাপতিত্ব করেন। ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান ভূঁইয়ার পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া, গোল্ড সিলভার ডেভেলপার লিমিটেডের চেয়ারম্যান ফারুক আহমেদ ও কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মোশাররফ হোসাইন।
মেলা আয়োজকেরা জানান, ব্যবসা ও আবাসিকের সমন্বয়ে ১৭ তলাবিশিষ্ট কর্ণফুলী সৈয়দ আহমেদ শপিং মলের নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে কর্ণফুলী আবাসন মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলবে ২১ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
রাজধানীর হাতিরঝিলে দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই দৃশ্যটি শুটিংয়ের (অভিনয়) দৃশ্য বলে ডিএমপি জানিয়েছে।
১ সেকেন্ড আগেবিয়ের প্রলোভনে এক কিশোরীকে (১৬) ধর্ষণ করে আসছিলেন এক যুবক। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই কিশোরী। এদিকে কথিত প্রেমিক মো. আবুল কালাম (২৬) গত বুধবার অন্যত্র বিয়ে করেন। এ ঘটনায় অভিযোগ পেয়ে গতকাল বৃহস্পতিবার রাতে বাসরঘর থেকে অভিযুক্ত কালামকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকারও করেন...
৩ মিনিট আগেরাজধানীর ডেমরায় পুলিশের ওপর হামলার ঘটনায় দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী রুদ্র বাহিনীর দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতেই ডেমরা থানায় পৃথক দুটি মামলা দায়েরের পর আজ শুক্রবার বিকেলে তাঁদের কারাগারে পাঠিয়েছেন আদালত...
১০ মিনিট আগেরাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান। আজ শুক্রবার বাদ আসর চট্টগ্রামের রাউজানের গহিরা উচ্চবিদ্যালয় মাঠে সবশেষ জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।
১৭ মিনিট আগে