হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
হোমনা গৌরীপুর সড়কের পঞ্চবটি পর্যন্ত ৫ কিলোমিটার সড়কের বিভিন্ন জায়গায় অসংখ্য খানাখন্দকের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই এসব খানাখন্দকে পানি জমে যায়। জমে থাকা পানি ৭-৮ দিনেও শুকায় না বলে জানিয়েছেন সড়কের যানবাহন চালক ও স্থানীয়রা। এর ফলে ব্যস্ততম এ সড়কটিতে বিভিন্ন যানবাহন চলাচল করতে মারাত্মকভাবে সমস্যায় পড়ছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, আহত হচ্ছেন যাত্রীরা। ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়কে চলাচলকারী যানবাহনগুলো।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কটির হোমনা বাসস্ট্যান্ড এলাকা, কাঠেরপুল, ছিনাইয়া ও ওপাচর এলাকার অবস্থা সবচেয়ে বেশি খারাপ। এ সড়ক ব্যবহার করেই হোমনার মেঘনা, মুরাদনগর ও বাঞ্ছারামপুর উপজেলার লোকজন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। সড়কের এ অবস্থা থেকে মুক্তি পেতে চলাচলকারী যানবাহন চালক ও সাধারণ মানুষ দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান।
এ সড়কের একজন ট্রলি চালক জীবন মিয়া বলেন, সড়কটির বিভিন্ন স্থানে ছোটবড় অসংখ্য খানাখন্দকের কারণে প্রতিনিয়ত চলাচলকারী লোকজন ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রায়ই যানবাহনগুলো দুর্ঘটনার শিকার হচ্ছে। এতে দুর্ঘটনায় একদিকে যেমন সাধারণ যাত্রী ও যানবাহন চালকেরা হতাহত হচ্ছেন। অন্যদিকে যানবাহনগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ছাড়া সড়কের অবস্থা খারাপ হওয়ায় ব্যবসায়ীদেরও অতিরিক্ত ভাড়া দিয়ে পণ্যসামগ্রী আনা-নেওয়া করতে হচ্ছে।
সড়কে প্রতিনিয়ত যাতায়াতকারী বাতেন, মনির ও সালাহ উদ্দিন বলেন, আগে হোমনা থেকে পঞ্চবটির সিএনজি ভাড়া নিতো ১০ টাকা। এখন সড়ক খারাপ হওয়ার অজুহাতে চালকেরা ভাড়া নিচ্ছেন জনপ্রতি ১৫ টাকা। অনেক যাত্রী সড়ক খারাপ হওয়ায় কোনো কথা না বলেই চালকদের ৫ টাকা করে বাড়তি ভাড়া দিয়ে দিচ্ছেন। আবার অতিরিক্ত ভাড়া নেওয়াকে কেন্দ্র করে যাত্রী ও চালকদের মধ্যে অনেক সময় তর্কবিতর্ক থেকে মারামারির ঘটনাও ঘটে থাকে।
স্থানীয় বাসিন্দা ও হোমনা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক এটিএম মঞ্জুরুল ইসলাম শামীম বলেন, হোমনা ওভারব্রিজ থেকে ৩০০ মিটার দক্ষিণে এ সড়কের পাশে আমার একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। আমার প্রতিষ্ঠানের সামনের সড়কে পিচ ঢালাই উঠে গিয়ে অনেক বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এমন কোনোদিন নাই যে এসব গর্তে দুর্ঘটনা ঘটে না। প্রতিনিয়তই ছোটবড় দুর্ঘটনা ঘটছে। জরুরি ভিত্তিতে, যত তাড়াতাড়ি সম্ভব সড়কটি সংস্কার করা প্রয়োজন।
সড়ক ও জনপথের কুমিল্লা অঞ্চলের উপবিভাগীয় প্রকৌশলী নাজমুস সাকিব বলেন, আমি এখানে নতুন এসেছি মাত্র দুই মাস হলো। আমি সরেজমিনে দিয়ে দেখেছি সড়কটির অবস্থা খুবই খারাপ। এ ছাড়া সড়কের অনেক জায়গা অবৈধ দখলদাররা দখল করে রেখেছেন। সেগুলোর মধ্যে কিছু দখলমুক্ত করা হয়েছে। বাকিগুলো দখলমুক্ত করার চেষ্টা চলছে। সড়ক সংস্কারের পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ব্যাপারে দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে। আশা করছি চলতি অর্থবছরেই সংস্কার কাজ করতে পারব ইনশাআল্লাহ।
হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুমন দে বলেন, সড়কটি সংস্কারের ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। সংস্কার করতে একটু সময় লাগবে বলে জানিয়েছেন তাঁরা।
হোমনা গৌরীপুর সড়কের পঞ্চবটি পর্যন্ত ৫ কিলোমিটার সড়কের বিভিন্ন জায়গায় অসংখ্য খানাখন্দকের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই এসব খানাখন্দকে পানি জমে যায়। জমে থাকা পানি ৭-৮ দিনেও শুকায় না বলে জানিয়েছেন সড়কের যানবাহন চালক ও স্থানীয়রা। এর ফলে ব্যস্ততম এ সড়কটিতে বিভিন্ন যানবাহন চলাচল করতে মারাত্মকভাবে সমস্যায় পড়ছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, আহত হচ্ছেন যাত্রীরা। ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়কে চলাচলকারী যানবাহনগুলো।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কটির হোমনা বাসস্ট্যান্ড এলাকা, কাঠেরপুল, ছিনাইয়া ও ওপাচর এলাকার অবস্থা সবচেয়ে বেশি খারাপ। এ সড়ক ব্যবহার করেই হোমনার মেঘনা, মুরাদনগর ও বাঞ্ছারামপুর উপজেলার লোকজন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। সড়কের এ অবস্থা থেকে মুক্তি পেতে চলাচলকারী যানবাহন চালক ও সাধারণ মানুষ দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান।
এ সড়কের একজন ট্রলি চালক জীবন মিয়া বলেন, সড়কটির বিভিন্ন স্থানে ছোটবড় অসংখ্য খানাখন্দকের কারণে প্রতিনিয়ত চলাচলকারী লোকজন ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রায়ই যানবাহনগুলো দুর্ঘটনার শিকার হচ্ছে। এতে দুর্ঘটনায় একদিকে যেমন সাধারণ যাত্রী ও যানবাহন চালকেরা হতাহত হচ্ছেন। অন্যদিকে যানবাহনগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ছাড়া সড়কের অবস্থা খারাপ হওয়ায় ব্যবসায়ীদেরও অতিরিক্ত ভাড়া দিয়ে পণ্যসামগ্রী আনা-নেওয়া করতে হচ্ছে।
সড়কে প্রতিনিয়ত যাতায়াতকারী বাতেন, মনির ও সালাহ উদ্দিন বলেন, আগে হোমনা থেকে পঞ্চবটির সিএনজি ভাড়া নিতো ১০ টাকা। এখন সড়ক খারাপ হওয়ার অজুহাতে চালকেরা ভাড়া নিচ্ছেন জনপ্রতি ১৫ টাকা। অনেক যাত্রী সড়ক খারাপ হওয়ায় কোনো কথা না বলেই চালকদের ৫ টাকা করে বাড়তি ভাড়া দিয়ে দিচ্ছেন। আবার অতিরিক্ত ভাড়া নেওয়াকে কেন্দ্র করে যাত্রী ও চালকদের মধ্যে অনেক সময় তর্কবিতর্ক থেকে মারামারির ঘটনাও ঘটে থাকে।
স্থানীয় বাসিন্দা ও হোমনা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক এটিএম মঞ্জুরুল ইসলাম শামীম বলেন, হোমনা ওভারব্রিজ থেকে ৩০০ মিটার দক্ষিণে এ সড়কের পাশে আমার একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। আমার প্রতিষ্ঠানের সামনের সড়কে পিচ ঢালাই উঠে গিয়ে অনেক বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এমন কোনোদিন নাই যে এসব গর্তে দুর্ঘটনা ঘটে না। প্রতিনিয়তই ছোটবড় দুর্ঘটনা ঘটছে। জরুরি ভিত্তিতে, যত তাড়াতাড়ি সম্ভব সড়কটি সংস্কার করা প্রয়োজন।
সড়ক ও জনপথের কুমিল্লা অঞ্চলের উপবিভাগীয় প্রকৌশলী নাজমুস সাকিব বলেন, আমি এখানে নতুন এসেছি মাত্র দুই মাস হলো। আমি সরেজমিনে দিয়ে দেখেছি সড়কটির অবস্থা খুবই খারাপ। এ ছাড়া সড়কের অনেক জায়গা অবৈধ দখলদাররা দখল করে রেখেছেন। সেগুলোর মধ্যে কিছু দখলমুক্ত করা হয়েছে। বাকিগুলো দখলমুক্ত করার চেষ্টা চলছে। সড়ক সংস্কারের পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ব্যাপারে দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে। আশা করছি চলতি অর্থবছরেই সংস্কার কাজ করতে পারব ইনশাআল্লাহ।
হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুমন দে বলেন, সড়কটি সংস্কারের ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। সংস্কার করতে একটু সময় লাগবে বলে জানিয়েছেন তাঁরা।
গাজীপুরের কালিয়াকৈরে ঐতিহ্যবাহী মকস বিলে বেড়ানোর সময় নৌকা ডুবে নিখোঁজ তিন বন্ধুর মধ্যে শনিবার সকালে একজনের এবং বিকেলে আরেকজনের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল ও ফায়ার সার্ভিস। তবে এখনো একজন নিখোঁজ রয়েছে। তিনজনই এবার এসএসসি পরীক্ষায় পাস করেছে বলে জানা গেছে।
১৮ মিনিট আগেসম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রাথমিক স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৬ লাখ টাকা। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা প্রতি মাসে স্বাস্থ্যসেবা বাবদ বরাদ্দ পাবেন মাত্র ৬ টাকা ৬৮ পয়সা; যা প্রয়োজনের তুলনায় খুবই সীমিত বলে মনে ক
২০ মিনিট আগেরাজধানীর ভাটারা এলাকা থেকে অপহৃত ফল ব্যবসায়ী জাকির হোসেনকে (৫৫) উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানা-পুলিশ। একই সঙ্গে অপহরণে জড়িত থাকার অভিযোগে চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
২২ মিনিট আগেতাঁদের অভিযোগ, কয়েক দিন আগে পুরোনো অ্যান্ড্রয়েড ফোন কেনা নিয়ে পুলিশের সঙ্গে সিজুর বিরোধ তৈরি হয়। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় ডেকে নেওয়ার পর তাঁর মৃত্যু ঘটে। বক্তারা বলেন, ‘সিজু সাঁতার জানত। সে পালানোর সময় পানিতে ঝাঁপ দিয়ে মারা যায়নি। পুলিশই পরিকল্পিতভাবে হত্যা করেছে।’ এই হত্যার ২৪ ঘণ্টার মধ্যে
২৪ মিনিট আগে