Ajker Patrika

নোয়াখালীতে বিএমএর পিঠা উৎসব

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে বিএমএর পিঠা উৎসব

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নোয়াখালী জেলা শাখার আয়োজনে চিকিৎসকদের পারিবারিক মিলন মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেলার শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ মিলন মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে জেলার সর্বস্তরের চিকিৎসক ও তাঁদের পরিবারের সদস্যগণ অংশগ্রহণ করেন। 

বিএমএ নোয়াখালী জেলা শাখার সভাপতি ডা. এম এ নোমানের সভাপতিত্বে ও ডা. আবু নাসেরের সঞ্চালনায় বক্তব্য রাখে—নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুছ ছালাম, বিএমএ জেলা শাখার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ডা. ফজলে এলাহী খাঁন, সহসভাপতি ডা. নূর মোহাম্মদ, দপ্তর সম্পাদক ডা. মো. মাহবুব রহমান, জেনারেল হাসপাতালের আরএমও ডা. সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম। 

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন—শিক্ষক সমিতির সাবেক সভাপতি ডা. মাহফুজুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক ডা. সৈয়দ কামরুল হোসেন, ডা. তানিয়া পারভীনসহ মেডিকেল কলেজের শিক্ষক, জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকবৃন্দ। 

ডা. ফজলে এলাহী খাঁন বলেন, নোয়াখালীতে বিএমএ নিয়ে দীর্ঘদিনের যেই জটিলতা ছিল তা গত ডিসেম্বর মাসে অবসান হয়েছে। আগামী দিনে চিকিৎসকদের কল্যাণে বিএমএ জেলা শাখা কাজ করে যাবে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত