Ajker Patrika

রামগঞ্জে মাকে হত্যার পর লাশে আগুন দেওয়ায় যুবকের মৃত্যুদণ্ডাদেশ

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ১১ মে ২০২৩, ১৭: ৩৭
রামগঞ্জে মাকে হত্যার পর লাশে আগুন দেওয়ায় যুবকের মৃত্যুদণ্ডাদেশ

লক্ষ্মীপুরের রামগঞ্জে মা আমেনা বেগমকে কুপিয়ে হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে পুড়িয়ে ফেলার দায়ে ছেলে রেদওয়ান হোসেন মিলনকে (৩৯) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন। তিনি বলেন, ‘আসামি তাঁর মাকে হত্যার ঘটনা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।’ 

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া মিলন রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আশারকোটা গ্রামের মৃত আলী আকবরের ছেলে।

আদালত থেকে জানা গেছে, ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি রাতে মিলন রাগান্বিত হয়ে তাঁর মা আমেনাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে গুমের উদ্দেশ্যে লাশে কাপড় ও কম্বল মুড়িয়ে আগুন দেন। পরদিন ভোরে ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় লোকজন। পরে দরজা ভেঙে বাসায় ঢুকে মেঝেতে আমেনার লাশ দেখতে পান তাঁরা। আগুনে আমেনার শরীরের বেশির ভাগ অংশই পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মিলনকে আটক করে। 

 ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি নিহত আমেনার ভাই টিপু সুলতান বাদী হয়ে রামগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে আসামি দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। জবানবন্দিতে বলা হয়, একটি রোগের চিকিৎসার জন্য মিলনকে দু-তিনজন চিকিৎসক দেখান তাঁর মা আমেনা। এ নিয়ে তিনি মায়ের ওপর ক্ষিপ্ত হন। এ কারণে মাকে তিনি কুপিয়ে হত্যা করেন। পরে লাশ গুমের উদ্দেশ্যে কাপড় ও কম্বল মুড়িয়ে আগুন ধরিয়ে দেন। 

আমেনা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও রামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. অলিউল্লাহ ২০২২ সালের ২২ জুন আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন। শুনানি ও সাক্ষ্য নেওয়া শেষে আজ আদালত এ রায় দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত