লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জে মা আমেনা বেগমকে কুপিয়ে হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে পুড়িয়ে ফেলার দায়ে ছেলে রেদওয়ান হোসেন মিলনকে (৩৯) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন। তিনি বলেন, ‘আসামি তাঁর মাকে হত্যার ঘটনা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।’
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া মিলন রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আশারকোটা গ্রামের মৃত আলী আকবরের ছেলে।
আদালত থেকে জানা গেছে, ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি রাতে মিলন রাগান্বিত হয়ে তাঁর মা আমেনাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে গুমের উদ্দেশ্যে লাশে কাপড় ও কম্বল মুড়িয়ে আগুন দেন। পরদিন ভোরে ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় লোকজন। পরে দরজা ভেঙে বাসায় ঢুকে মেঝেতে আমেনার লাশ দেখতে পান তাঁরা। আগুনে আমেনার শরীরের বেশির ভাগ অংশই পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মিলনকে আটক করে।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি নিহত আমেনার ভাই টিপু সুলতান বাদী হয়ে রামগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে আসামি দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। জবানবন্দিতে বলা হয়, একটি রোগের চিকিৎসার জন্য মিলনকে দু-তিনজন চিকিৎসক দেখান তাঁর মা আমেনা। এ নিয়ে তিনি মায়ের ওপর ক্ষিপ্ত হন। এ কারণে মাকে তিনি কুপিয়ে হত্যা করেন। পরে লাশ গুমের উদ্দেশ্যে কাপড় ও কম্বল মুড়িয়ে আগুন ধরিয়ে দেন।
আমেনা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও রামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. অলিউল্লাহ ২০২২ সালের ২২ জুন আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন। শুনানি ও সাক্ষ্য নেওয়া শেষে আজ আদালত এ রায় দেন।
লক্ষ্মীপুরের রামগঞ্জে মা আমেনা বেগমকে কুপিয়ে হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে পুড়িয়ে ফেলার দায়ে ছেলে রেদওয়ান হোসেন মিলনকে (৩৯) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন। তিনি বলেন, ‘আসামি তাঁর মাকে হত্যার ঘটনা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।’
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া মিলন রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আশারকোটা গ্রামের মৃত আলী আকবরের ছেলে।
আদালত থেকে জানা গেছে, ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি রাতে মিলন রাগান্বিত হয়ে তাঁর মা আমেনাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে গুমের উদ্দেশ্যে লাশে কাপড় ও কম্বল মুড়িয়ে আগুন দেন। পরদিন ভোরে ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় লোকজন। পরে দরজা ভেঙে বাসায় ঢুকে মেঝেতে আমেনার লাশ দেখতে পান তাঁরা। আগুনে আমেনার শরীরের বেশির ভাগ অংশই পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মিলনকে আটক করে।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি নিহত আমেনার ভাই টিপু সুলতান বাদী হয়ে রামগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে আসামি দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। জবানবন্দিতে বলা হয়, একটি রোগের চিকিৎসার জন্য মিলনকে দু-তিনজন চিকিৎসক দেখান তাঁর মা আমেনা। এ নিয়ে তিনি মায়ের ওপর ক্ষিপ্ত হন। এ কারণে মাকে তিনি কুপিয়ে হত্যা করেন। পরে লাশ গুমের উদ্দেশ্যে কাপড় ও কম্বল মুড়িয়ে আগুন ধরিয়ে দেন।
আমেনা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও রামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. অলিউল্লাহ ২০২২ সালের ২২ জুন আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন। শুনানি ও সাক্ষ্য নেওয়া শেষে আজ আদালত এ রায় দেন।
গোপালগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে সংঘর্ষে রিকশাচালক রমজান মুন্সি নিহতের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। শনিবার (২৬ জুলাই) গোপালগঞ্জ সদর থানায় নিহত রমজান মুন্সির ভাই জামাল মুন্সি বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতদের আসামি করা হলেও কোনো সংখ্যা উল্লেখ করেননি জামাল মুন্সি।
২ ঘণ্টা আগেরাজধানীর গুলিস্তানে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী প্রান্ত পাল (১৬) নামে এক কিশোর মারা গেছে। সে নিউমার্কেট এলাকায় বাবার সঙ্গে ঝালমুড়ি বিক্রি করত।
২ ঘণ্টা আগেনীলফামারীর সৈয়দপুর শহরের চাঁদনগর এলাকায় সংঘটিত একটি ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে থানা-পুলিশ। গৃহপরিচারিকা ছামছুন নাহার (৬৭) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত শামীম বেগকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ওই হত্যার কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র এবং চুরি করে নিয়ে যাওয়া একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি ও ল্যাপ
৩ ঘণ্টা আগেখুলনায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সালাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে তাঁকে রূপসা উপজেলার নন্দনপুর জামরুলতলা থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার দুপুরের পর গ্রেপ্তার ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে