Ajker Patrika

‘দু–একজনের লোভের কারণে দেশের সব ব্যবসায়ীর ভাবমূর্তি নষ্ট হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
Thumbnail image

দু–একজনের লোভের কারণে দেশের সব ব্যবসায়ীর ভাবমূর্তি নষ্ট হচ্ছে জানিয়ে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘সরকারের নির্দেশনা মেনেই ব্যবসায়ীদের ব্যবসা করতে হবে। একজন দুইজনের কারণে ব্যবসায়ীদের ইমেজ ক্ষুণ্ন হবে এটা আমরা চাই না। আপনারা আপনাদের ঘর পরিষ্কার রাখেন, তাহলে ভোক্তা অধিকারের অভিযানের দরকার হয় না।’ 

আজ সোমবার দুপুরে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ-সহ চট্টগ্রাম নগরের বিভিন্ন বাজারের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

সভায় চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘সরকারের বিরুদ্ধে গিয়ে কেউ ব্যবসা করতে পারবেন না। আইন মেনে, সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রি করতে হবে। ব্যবসায়ী সংগঠনগুলোকে বাজার মনিটর করতে হবে। সরকার যে দাম নির্ধারণ করে দিয়েছে কেউ তার চেয়ে বেশি নিচ্ছে কিনা? কেউ পণ্য মজুত করে রাখছে কিনা? পণ্য আনবেন, বিক্রি করবেন। এরপর আবার কিনে আনবেন। কেউ পণ্য মজুত করে রাখবেন না।’ 

এক প্রশ্নের জবাবে মাহবুবুল আলম বলেন, ‘আগের আমদানি করা পণ্যের দাম এখন বাড়িয়ে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। কেউ যদি এটি করে থাকলে তারা অন্যায় করছেন। কেউ মজুত করলে তারাও অন্যায় করছেন।’

সভায় চট্টগ্রাম নগরের বিভিন্ন বাজারের ব্যবসায়ী সংগঠনের নেতারা ভোক্তা অধিকারের অভিযান নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপন করেন। পাশাপাশি অভিযানে সংশ্লিষ্ট বাজারের ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে রাখার আহ্বান জানান তাঁরা।

সভায় পাহাড়তলী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কামাল উদ্দিন বলেন, ‘ওই দিন পাহাড়তলী বাজারের একটি দোকানের গোডাউন থেকে দেড় হাজার লিটার তৈল জব্দ করা হয়। এই তেলগুলো ছিল বসুন্ধরা গ্রুপের। ওই দোকানদার ওই গ্রুপের তেলের ডিলার ছিলেন। কোম্পানির বেতনভুক্ত বিক্রয় প্রতিনিধিরা মার্কেট থেকে অর্ডার নিয়ে আসলে ওই গোডাউন থেকে তেল সরবরাহ করা হতো। তাই এই তেলগুলো মজুত করার ক্ষেত্রে শুধু ওই দোকানদার নয়, কোম্পানির বিক্রয় প্রতিনিধিরাও জড়িত। তাই ডিলারের সঙ্গে বিক্রয় প্রতিনিধিদেরও জরিমানা করা উচিত ছিল।

ব্যবসায়ীদের এই বক্তব্যের প্রতি উত্তরে ভোক্তা অধিকার চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, ‘কোম্পানির বিক্রয় প্রতিনিধি জড়িত থাকা মানে ওই কোম্পানি এর দায় এড়াতে পারেন না। এ বিষয়ে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা এ বিষয়ে পদক্ষেপ নেবেন।’ 

ভোক্তা অধিকার কর্মকর্তা আরও বলেন, ‘অভিযানের বিষয়ে কাউকে আগে জানানোর সুযোগ নেই। আমরা কখন, কোথায় অভিযান পরিচালনা করব এটি যদি কাউকে জানিয়ে দেওয়া হয়। তাহলে অসাধু ব্যবসায়ীরা সচেতন হয়ে যাবে। তবে আমরা কোনো বাজারে অভিযানে গেলে ওই বাজারের ব্যবসায়ী সমিতির নেতাদের খুঁজে নিই। তারাও আমাদের সহযোগিতা করেন।’ 

মিল থেকে সরাসরি ভোজ্যতেল বিক্রির অনুরোধ জানিয়ে ফয়েজ উল্ল্যাহ বলেন, ‘১৫ দিনের মধ্যেই সেলস্ অর্ডার (এস. ও) ক্লিয়ার করতে হবে। পুরোনো মাল পুরোনো দামে বিক্রি করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত