Ajker Patrika

শপথ নেওয়ার আগেই মারা গেলেন নবনির্বাচিত চেয়ারম্যান

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ২১: ২৫
শপথ নেওয়ার আগেই মারা গেলেন নবনির্বাচিত চেয়ারম্যান

শপথ নেওয়ার আগে লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মো. ইছমাইল হোসেন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে শহরের আধুনিক হাসপাতালে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের মেডিসিন ও হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. মাহাবুবুর রহমান। 

মাহাবুবুর রহমান জানান, ইছমাইল হোসেন নিজ বাড়িতে দুপুরের খাবারের সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে পড়েন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রাত পৌনে ৮টার দিকে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। 

তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও দলীয় নেতা-কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। 

গত ২৬ ডিসেম্বর চতুর্থ দফার ইউপি নির্বাচনে সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদ থেকে ইছমাইল হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শেখ মজিবুর রহমানকে প্রায় ২ হাজার ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন ইছমাইল হোসেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছিল। 

এর আগেও ২০১১ সালে ওই ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি। পরে ২০১৫ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েও না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে মাঠে ছিলেন তিনি। তখন অল্প ভোটের ব্যবধানে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শেখ মজিবুর রহমানের কাছে পরাজিত হন তিনি। 

দিঘলী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শেখ মজিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এটি বেদনাদায়ক। তিনি আমার সঙ্গে নির্বাচন করে বিজয়ী হয়েছেন। এখনো শপথ নেননি। এর আগে তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন। এ মৃত্যু কোনোভাবে মেনে নেওয়া যায় না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত