Ajker Patrika

কোম্পানীগঞ্জে হ্যান্ডকাপসহ পালাল আসামি

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
কোম্পানীগঞ্জে হ্যান্ডকাপসহ পালাল আসামি

পুলিশের হাত গ্রেপ্তারের পর হ্যান্ডকাপসহ পালিয়েছেন ইসমাইল হোসেন প্রকাশ বয়াতি (৪০) নামের এক আসামি। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মাদক কারবারি হিসেবে পরিচিত তিনি।

আজ বুধবার দুপুর ২টায় বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জামাইর টেক এলাকায় এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া ইসমাইল হোসেন বয়াতি ওই এলাকার স্বর্ণকার বাড়ির মৃত আলী আজ্জমের ছেলে।

এদিকে এ ঘটনার পরপরই ওই এলাকায় কোম্পানীগঞ্জ থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে আসামিকে হন্যে হয়ে খুঁজছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ইসমাইল হোসেন বয়াতিকে কোম্পানীগঞ্জ থানার এএসআই রবিউল গ্রেপ্তার করে হ্যান্ডকাপ পরান। হ্যান্ডকাপ পরানো অবস্থায় ওই স্থানে অনেক মানুষ জড়ো হন। এ সময় জটলা থেকে আসামি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান। আসামি ইসমাইল হোসেন বয়াতি চিহ্নিত মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে ৩-৪টি মামলা রয়েছে।

অভিযানকারী এএসআই রবিউল জানান, হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান জানান, অভিযানের সময় পুলিশের সংখ্যা কম থাকায় মাদক কারবারি ইসমাইল হোসেন বয়াতি তাঁর সহযোগীদের সহায়তায় পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত