Ajker Patrika

লক্ষ্মীপুরে ৪০ হাজার ইয়াবাসহ একজন আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১৭: ৩৩
লক্ষ্মীপুরে ৪০ হাজার ইয়াবাসহ একজন আটক

লক্ষ্মীপুরে ৪০ হাজার ইয়াবা বড়িসহ হাফিজ উল্যাহ বাহাদুর মাঝি নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। গতকাল সোমবার রাতে উপজেলার পূর্ব চররমনী মোহন গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার সকালে র‌্যাব-১১-এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। 

মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে জানান, টেকনাফ সীমান্ত থেকে সমুদ্রপথে মাছ ধরার ট্রলারযোগে ইয়াবাগুলো নিয়ে আসা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। জব্দ করা ইয়াবার মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।  

র‌্যাব-১১-এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার বাহাদুরকে সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে। সেখান থেকে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত