Ajker Patrika

সরকারি কলেজের অধ্যাপকের মুখে ছাত্রলীগ নেতার ঘুষি

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
সরকারি কলেজের অধ্যাপকের মুখে ছাত্রলীগ নেতার ঘুষি

চট্টগ্রামের চন্দনাইশে গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যাপক ড. একেএম আতিকুর রহমানের মুখে ঘুষি মারার অভিযোগ পাওয়া গেছে কলেজ শাখা ছাত্রলীগ নেতা মো. সাফাতুন নুর চৌধুরীর বিরুদ্ধে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজের অধ্যক্ষের কক্ষে এই ঘটনা ঘটে। এ ঘটনায় কলেজের অফিস সহায়ক গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। থানায় একটি সাধারণ ডায়েরিও হয়েছে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আবদুল খালেক বলেছেন, বৃহস্পতিবার সকালে কলেজের সেমিনার কক্ষে অনার্স ১ম বর্ষের রেজিস্ট্রেশন কার্ড ও ৪র্থ বর্ষের এডমিট কার্ড বিতরণ কার্যক্রম চলছিল। কলেজের অফিস সহায়ক প্রযুক্তা পাল এই কার্ড বিতরণ করছিল। এসময় কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. সাফাতুন নুর চৌধুরী এসে বলেন নষ্ট ফ্যান ঠিক করার জন্য মিস্ত্রি নিয়ে আসছি। কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে ঠিক করবে জানালে সেখান থেকে চলে যান সাফাতুন। কিছুক্ষণ পর সেমিনার কক্ষ থেকে ধুমধাম শব্দ আসলে সেখানে গিয়ে দেখি সাফাতুন নুর চৌধুরী হাতে রড নিয়ে ফ্যান ভেঙে ফেলার উদ্দেশ্যে ফ্যানে আঘাত করছে। সে সময় রড গিয়ে পড়ে অফিস সহায়ক প্রযুক্তা পালের মাথায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার ২০ মিনিট পর সাফাতুন নুর অধ্যক্ষের অফিস কক্ষে ঢুকে। এ সময় ঘটনার বিষয়টি থানায় জানানোর কথা বললে সাফাতুন নুর ক্ষিপ্ত হয়ে অধ্যাপক ড. একেএম আতিকুর রহমানের মুখে ঘুষি মারে। এ ঘটনায় অধ্যাপক ড. একেএম আতিকুর রহমান চন্দনাইশ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। 

মো. আবদুল খালেক আরও বলেন, কলেজ অধ্যক্ষের কক্ষে এবং অধ্যক্ষের সামনে এরকম ঘটনা খুবই ন্যক্কারজনক। এটা আমাদের জন্য অশনিসংকেত। 

ছাত্রলীগ নেতা সাফাতুন নুর চৌধুরী বলেন, ‘অনার্স ১ম বর্ষের ভর্তি ফি অন্যান্য কলেজ থেকে বেশি নেওয়া হচ্ছে, সাধারণ শিক্ষার্থীর এমন অভিযোগের ভিত্তিতে ছাত্র নেতা হিসেবে আমি ঘটনাটি জানার জন্য অধ্যক্ষের রুমে গিয়েছিলাম এবং সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ভর্তি ফি নেওয়ার অনুরোধ করি। আমি কাউকে মারধর করিনি। কলেজ কর্তৃপক্ষ বাড়তি ফি নেওয়ার বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ঘটনাটি সাজিয়েছেন।’ 

কলেজ অধ্যক্ষ অধ্যাপক রনজিত কুমার দত্ত বলেন, ‘ঘটনার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা প্রতিটি বিভাগের প্রভাষক ও অধ্যাপকদের নিয়ে মিটিংয়ের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’ 

চন্দনাইশ থানার পরির্দশক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেছেন, ‘কলেজের সেমিনার কক্ষের একটি নষ্ট ফ্যান ঠিক করা নিয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কলেজের অধ্যাপক ড. একেএম আতিকুর রহমান একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

পাকিস্তানের ভয়ে যুদ্ধের ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করতে চায় না ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত