নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ভোলা-ঢাকা নৌ-রুটের মেঘনা নদীর চাঁদপুরের হাইমচরে মধ্যরাতে দুই যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে মো. সোহেল (২৮) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এতে কয়েক জন যাত্রী আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ঘন কুয়াশার কারণে সুরভী-৮ ও টিপু-১৪ লঞ্চের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বিআইডব্লিউটিএর ভোলা বন্দর কর্মকর্তা শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সোমবার দিবাগত রাত পৌনে ১টায় চাঁদপুরের হাইমচরে সুরভী-৮ ও টিপু-১৪ লঞ্চের সংঘর্ষ হয়। এ ঘটনায় সুরভী-৮ লঞ্চের এক যাত্রী নিহত হয়েছেন। সংঘর্ষে কয়েকজন যাত্রী আহত ও সুরভী লঞ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘন কুয়াশায় দুই লঞ্চের এ সংঘর্ষ হয়।
বন্দর কর্মকর্তা শহিদুল আরও বলেন, সোমবার সন্ধ্যায় ভোলার ইলিশা থেকে ঢাকার পথে সুরভী-৮ লঞ্চ রওনা দেয়। অন্যদিকে টিপু-১৪ লঞ্চ ঢাকা থেকে চরফ্যাশনের বেতুয়ার দিকে যাচ্ছিল। পথে চাঁদপুরের মেঘনা নদীর হাইমচরে মধ্যরাতে দুটি লঞ্চের সংঘর্ষ হয়। এতে সুরভী লঞ্চের একজন নিহত হয় ও লঞ্চটির ডান পাশ ক্ষতিগ্রস্ত হয়েছে। টিপু লঞ্চটি ইলিশায় ফিরে আসে। আর সুরভী লঞ্চ ঢাকায় পৌঁছেছে। নিহত মো. সোহেল ভোলা পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানান তিনি।
টিপু লঞ্চের যাত্রী জামাল হোসেন জানান, মেঘনা নদীর হাইমচর নামক স্থানে পৌঁছালে হঠাৎ সংঘর্ষে লঞ্চটি কেঁপে ওঠে। দুই লঞ্চের পাশের অংশে এই সংঘর্ষ হয়। এতে সুরভী-৮ লঞ্চটির ডান অংশ ভেঙে যায়।
সুরভী-৮ লঞ্চের পরিচালক মো. মিজানুর রহমান জানান, ঘন কুয়াশায় এ ঘটনা ঘটেছে। এতে সুরভী-৮ লঞ্চের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বিআইডব্লিউটিএর চাঁদপুরের বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, এ বিষয়ে যা করার প্রধান কার্যালয় ব্যবস্থা নেবে। তাঁদের কিছু করার নেই। কারণ দুর্ঘটনা তাঁর এলাকায় হলেও লঞ্চ তো তাঁর এলাকায় নেই। একই কথা জানিয়েছেন ভোলা বন্দর কর্মকর্তা শহিদুল।
ভোলা-ঢাকা নৌ-রুটের মেঘনা নদীর চাঁদপুরের হাইমচরে মধ্যরাতে দুই যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে মো. সোহেল (২৮) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এতে কয়েক জন যাত্রী আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ঘন কুয়াশার কারণে সুরভী-৮ ও টিপু-১৪ লঞ্চের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বিআইডব্লিউটিএর ভোলা বন্দর কর্মকর্তা শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সোমবার দিবাগত রাত পৌনে ১টায় চাঁদপুরের হাইমচরে সুরভী-৮ ও টিপু-১৪ লঞ্চের সংঘর্ষ হয়। এ ঘটনায় সুরভী-৮ লঞ্চের এক যাত্রী নিহত হয়েছেন। সংঘর্ষে কয়েকজন যাত্রী আহত ও সুরভী লঞ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘন কুয়াশায় দুই লঞ্চের এ সংঘর্ষ হয়।
বন্দর কর্মকর্তা শহিদুল আরও বলেন, সোমবার সন্ধ্যায় ভোলার ইলিশা থেকে ঢাকার পথে সুরভী-৮ লঞ্চ রওনা দেয়। অন্যদিকে টিপু-১৪ লঞ্চ ঢাকা থেকে চরফ্যাশনের বেতুয়ার দিকে যাচ্ছিল। পথে চাঁদপুরের মেঘনা নদীর হাইমচরে মধ্যরাতে দুটি লঞ্চের সংঘর্ষ হয়। এতে সুরভী লঞ্চের একজন নিহত হয় ও লঞ্চটির ডান পাশ ক্ষতিগ্রস্ত হয়েছে। টিপু লঞ্চটি ইলিশায় ফিরে আসে। আর সুরভী লঞ্চ ঢাকায় পৌঁছেছে। নিহত মো. সোহেল ভোলা পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানান তিনি।
টিপু লঞ্চের যাত্রী জামাল হোসেন জানান, মেঘনা নদীর হাইমচর নামক স্থানে পৌঁছালে হঠাৎ সংঘর্ষে লঞ্চটি কেঁপে ওঠে। দুই লঞ্চের পাশের অংশে এই সংঘর্ষ হয়। এতে সুরভী-৮ লঞ্চটির ডান অংশ ভেঙে যায়।
সুরভী-৮ লঞ্চের পরিচালক মো. মিজানুর রহমান জানান, ঘন কুয়াশায় এ ঘটনা ঘটেছে। এতে সুরভী-৮ লঞ্চের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বিআইডব্লিউটিএর চাঁদপুরের বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, এ বিষয়ে যা করার প্রধান কার্যালয় ব্যবস্থা নেবে। তাঁদের কিছু করার নেই। কারণ দুর্ঘটনা তাঁর এলাকায় হলেও লঞ্চ তো তাঁর এলাকায় নেই। একই কথা জানিয়েছেন ভোলা বন্দর কর্মকর্তা শহিদুল।
স্থানীয় বাসিন্দা ও গৃহকর্তাদের ভাষ্য, ২০ থেকে ২৫ জনের মুখোশ পরা এবং অস্ত্রধারী ডাকাতদল প্রথমে লতিফ মোল্লার বাড়িতে ঢুকে ১ লাখ ১০ হাজার টাকা, আট আনি স্বর্ণের একটি আংটি, একটি জোড়া কানের দুল, ১০ আনি স্বর্ণের একটি চেইন এবং দুটি মোবাইল লুট করে।
১৪ মিনিট আগেভোলার চরফ্যাশনে প্রায় সাড়ে ১৪ কোটি টাকা মূল্যের অবৈধ জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড। শনিবার (১৯ জুলাই) সকালে ভোলা কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
২০ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটায় এক শিশুকে (৯) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার পর থানায় অভিযোগ না করে এলাকার প্রভাবশালী বিএনপি নেতা ও তার অনুসারীদের তত্ত্বাবধানে সালিশে বিষয়টি ১০ বেত্রাঘাত, চড়-থাপ্পড় ও ৩ লাখ টাকার বিনিময়ে রফাদফা করা হয়েছে বলেও অভিযোগ উ
৩৬ মিনিট আগেঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় উপজেলা জামায়াতের আমিরসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৬ জন। তাঁদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে