কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে হিমেল আহমেদ নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। এ সময় সৈকতে ভেসে যাওয়ার সময় মোহাম্মদ ইমরান নামে একজনকে উদ্ধার করে লাইফগার্ডের কর্মীরা। বর্তমানে তিনি সুস্থ আছেন। আজ মঙ্গলবার বিকেলে সমুদ্রসৈকতের লাবনী পয়েন্ট এ ঘটনা ঘটে।
নিখোঁজ পর্যটক হিমেল আহমেদ গাজীপুর জেলার কালিয়াঘুর থানার বাসিন্দা মোহাম্মদ আক্কাসের ছেলে। তাঁরা তিন বন্ধু মিলে সমুদ্রসৈকতে গোসল করতে নেমেছিল।
কক্সবাজার সমুদ্রসৈকতের লাইফগার্ডের কর্মী সুপারভাইজার মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিখোঁজ পর্যটকের বন্ধুদের বরাতে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার সকালে গাজীপুর থেকে মোহাম্মদ ইমরান (২৪), হিমেল আহমেদ (২৪) ও মোহাম্মদ আরমান (২৩) নামে তিন বন্ধু কক্সবাজার বেড়াতে আসেন। তারা শহরের কলাতলী এলাকার আবাসিক হোটেল রিয়াদায় ওঠেন।
আজ মঙ্গলবার বিকেলে তারা তিন বন্ধু মিলে সমুদ্রসৈকতের লাবনী পয়েন্টে গোসল করতে নামেন। একপর্যায়ে হিমেল ও ইমরান ঢেউয়ের প্রবল স্রোতের ভেসে যেতে থাকে। এ সময় বিষয়টি দেখতে পেয়ে লাইফগার্ড কর্মীরা একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও আরেকজন ভেসে যায়।’
তিনি আরও বলেন, ‘ঘটনার পর থেকে ট্যুরিস্ট পুলিশ, বিচকর্মী ও লাইফগার্ড কর্মীরা নিখোঁজ পর্যটকের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন।’
এর আগে একই পয়েন্টে গোসলে নেমে মৃত্যু হয়েছে চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানার শুলকবহর এলাকার শাহজাহান নামে এক পর্যটকের।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে হিমেল আহমেদ নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। এ সময় সৈকতে ভেসে যাওয়ার সময় মোহাম্মদ ইমরান নামে একজনকে উদ্ধার করে লাইফগার্ডের কর্মীরা। বর্তমানে তিনি সুস্থ আছেন। আজ মঙ্গলবার বিকেলে সমুদ্রসৈকতের লাবনী পয়েন্ট এ ঘটনা ঘটে।
নিখোঁজ পর্যটক হিমেল আহমেদ গাজীপুর জেলার কালিয়াঘুর থানার বাসিন্দা মোহাম্মদ আক্কাসের ছেলে। তাঁরা তিন বন্ধু মিলে সমুদ্রসৈকতে গোসল করতে নেমেছিল।
কক্সবাজার সমুদ্রসৈকতের লাইফগার্ডের কর্মী সুপারভাইজার মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিখোঁজ পর্যটকের বন্ধুদের বরাতে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার সকালে গাজীপুর থেকে মোহাম্মদ ইমরান (২৪), হিমেল আহমেদ (২৪) ও মোহাম্মদ আরমান (২৩) নামে তিন বন্ধু কক্সবাজার বেড়াতে আসেন। তারা শহরের কলাতলী এলাকার আবাসিক হোটেল রিয়াদায় ওঠেন।
আজ মঙ্গলবার বিকেলে তারা তিন বন্ধু মিলে সমুদ্রসৈকতের লাবনী পয়েন্টে গোসল করতে নামেন। একপর্যায়ে হিমেল ও ইমরান ঢেউয়ের প্রবল স্রোতের ভেসে যেতে থাকে। এ সময় বিষয়টি দেখতে পেয়ে লাইফগার্ড কর্মীরা একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও আরেকজন ভেসে যায়।’
তিনি আরও বলেন, ‘ঘটনার পর থেকে ট্যুরিস্ট পুলিশ, বিচকর্মী ও লাইফগার্ড কর্মীরা নিখোঁজ পর্যটকের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন।’
এর আগে একই পয়েন্টে গোসলে নেমে মৃত্যু হয়েছে চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানার শুলকবহর এলাকার শাহজাহান নামে এক পর্যটকের।
নারায়ণগঞ্জ মহানগরে দুই পক্ষের বাগ্বিতণ্ডা থামাতে গিয়ে ছাত্রদলের এক কর্মী ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এই ঘটনায় এক অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল রোববার রাত সোয়া ১০টার দিকে শহরের চাষাঢ়া বালুরমাঠ সড়কে এই ঘটনা ঘটে। নিহত মো. অপূর্ব (২৫) নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের কর্মী...
৩২ মিনিট আগেবৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে দুপুরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
৩২ মিনিট আগেমাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে এক শিশু ধর্ষণের শিকার হওয়ার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার চার আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালত সূত্রে জানা গেছে, নিরাপত্তার স্বার্থে গতকাল রোববার গভীর রাতে আসামিদের আদালতে হাজির করে রিমান্ড আবেদনের শুনানি করা হয়...
৪২ মিনিট আগেএকসময় রাজশাহী নগরে পানি সরবরাহের জন্য প্রতিটি পাম্পে একাধিক অপারেটর থাকতে হতো। প্রযুক্তির কল্যাণে এখন পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) কেন্দ্রীয় কার্যালয় থেকেই এই পাম্প নিয়ন্ত্রণ করা হয়। তারপরও পাম্পগুলোয় দুই থেকে তিনজন করে পাম্প অপারেটর রাখা হয়েছে।
৭ ঘণ্টা আগে