Ajker Patrika

বিয়ের পিঁড়িতে বসা হলো না টেকনাফের শিফার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
বিয়ের পিঁড়িতে বসা হলো না টেকনাফের শিফার

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের চৌকিদার পাড়া শীলছড়ি পাহাড়ি এলাকায় ক্ষুধার্ত বন্য হাতির আক্রমণে শিফা নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। তিন দিন পর পার্শ্ববর্তী গ্রামের এক তরুণের সঙ্গে তাঁর বিবাহের দিন ধার্য ছিল। কিন্তু আর ঘর বাধা হলো না শিফার। 

গত বুধবার দিবাগত রাতের আঁধারে বাহার ছড়া ইউনিয়নের শীলছড়ি পাহাড়ি এলাকায় কয়েকটি হাতি হানা দেয়। 

নিহত শিফা (১৮) স্থানীয় মৃত নুর মোহাম্মদের মেয়ে ও বাহারছড়া মদিনাতুল উলম দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। গত ৫ বছর আগে শিফার বাবা মারা যান। এদিকে তাঁর মা মনোয়ারা বেগম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে দিনাতিপাত করছে। মানসিক ভারসাম্যহীন মা ও মেহেদী নামের এক ছোট ভাই নিয়ে ওই বাড়িতে থাকতেন শিফা। 

স্থানীয় ও বন বিভাগ লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রাতের আঁধারে পাহাড় থেকে একদল হাতির পাল খাদ্যের সন্ধানে নেমে আসে। এ পালের একটি হাতি বাড়ি ভেঙে ঢুকে ঘুমন্ত তরুণী হাতির পদতলে পড়ে এবং শুঁড় দিয়ে ছুড়ে মারায় গুরুতর আঘাত পান। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। 

স্থানীরা জানান, হাতির আক্রমণের সময় বাড়িতে ওই তরুণীর ছোট মেহেদীসহ মানসিক ভারসাম্যহীন মা বাড়ির এক কোনে লুকিয়ে ছিলেন। পরে শিফাকে আক্রমণ করে। পরে পার্শ্ববর্তী বাড়ির আঙিনায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। 

শিলখালী রেঞ্জের বন কর্মকর্তা মোহাম্মদ হাসান বলেন, নিয়মিত হাতির পাল লোকালয়ে খাদ্যের সন্ধানে ছুটে আসে। লোকজন উত্তেজিত না করলে চুপিসারে বনে ফিরে যায়। রাতে লোকালয়ে আসা হাতির আক্রমণে তরুণীর মৃত্যু হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ: ৫ নেতাকে শোকজ করল এনসিপি

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

৬ বছর পর চীন সফরে যাচ্ছেন মোদি, আসবেন পুতিনও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত