চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে এক প্রবাসীর ঘুমন্ত স্ত্রী ও শিশুপুত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে উপজেলা সদরের পাঁচড়া ব্যাপারীবাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নিপা আক্তার (২৭) ও তাঁর ছেলে আলী আহসান মুজাহিদ (৮)। নিপা আক্তারের স্বামী আনোয়ার হোসেন দুবাইপ্রবাসী। পুলিশ দুজনের লাশ উদ্ধার করেছে।
আজ বুধবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য মঈনুল হাসান শুভ (২২) ও আবদুল্লাহ আল শাহেদ (১৯) নামে দুই ভাইকে আটক করেছে।
নিহত নিপা আক্তারের বাবা জালাল আহমেদে জানান, তাঁর মেয়ের জামাই আনোয়ার হোসেনের ভাই মীর হোসেনের ছেলে মঈনুল হাসান শুভ (২২) এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন। তিনি আরও জানান, গতকাল রাতে নিপা তাঁর ছেলেকে নিয়ে পার্শ্ববর্তী মামাশ্বশুর আজিজুল ইসলামের বাড়িতে দাওয়াত খেতে যান। ধারণা করা হচ্ছে, এই সুযোগে হত্যাকারীরা ঘরের ভেতরে প্রবেশ করে নির্মাণাধীন টয়লেটে লুকিয়ে ছিল। রাতে ঘরে ফিরে নিপা ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়লে আনুমানিক আড়াইটার সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের গুরুতর জখম করা হয়। এ সময় চিৎকার শুনে লোকজন ছুটে এসে নিপা ও তাঁর ছেলে মুজাহিদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিপাকে মৃত ঘোষণা করেন এবং আশঙ্কাজনক অবস্থায় মুজাহিদকে ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়।
নিপা আক্তার ছেলেকে নিয়ে ওই ঘরে থাকতেন। তাঁর শ্বশুর-শাশুড়ি মারা গেছেন। এ বিষয়ে পুলিশের হাতে আটক শুভ ও শাহেদের পরিবারের বক্তব্য নিতে গেলে তাঁদের কাউকে পাওয়া যায়নি।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, মা-ছেলেকে কুপিয়ে হত্যার খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মীর হোসেনের ছেলে মঈনুল হাসান শুভ ও তাঁর ভাই আবদুল্লাহ আল শাহেদকে আটক করেছে।
কুমিল্লার চৌদ্দগ্রামে এক প্রবাসীর ঘুমন্ত স্ত্রী ও শিশুপুত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে উপজেলা সদরের পাঁচড়া ব্যাপারীবাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নিপা আক্তার (২৭) ও তাঁর ছেলে আলী আহসান মুজাহিদ (৮)। নিপা আক্তারের স্বামী আনোয়ার হোসেন দুবাইপ্রবাসী। পুলিশ দুজনের লাশ উদ্ধার করেছে।
আজ বুধবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য মঈনুল হাসান শুভ (২২) ও আবদুল্লাহ আল শাহেদ (১৯) নামে দুই ভাইকে আটক করেছে।
নিহত নিপা আক্তারের বাবা জালাল আহমেদে জানান, তাঁর মেয়ের জামাই আনোয়ার হোসেনের ভাই মীর হোসেনের ছেলে মঈনুল হাসান শুভ (২২) এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন। তিনি আরও জানান, গতকাল রাতে নিপা তাঁর ছেলেকে নিয়ে পার্শ্ববর্তী মামাশ্বশুর আজিজুল ইসলামের বাড়িতে দাওয়াত খেতে যান। ধারণা করা হচ্ছে, এই সুযোগে হত্যাকারীরা ঘরের ভেতরে প্রবেশ করে নির্মাণাধীন টয়লেটে লুকিয়ে ছিল। রাতে ঘরে ফিরে নিপা ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়লে আনুমানিক আড়াইটার সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের গুরুতর জখম করা হয়। এ সময় চিৎকার শুনে লোকজন ছুটে এসে নিপা ও তাঁর ছেলে মুজাহিদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিপাকে মৃত ঘোষণা করেন এবং আশঙ্কাজনক অবস্থায় মুজাহিদকে ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়।
নিপা আক্তার ছেলেকে নিয়ে ওই ঘরে থাকতেন। তাঁর শ্বশুর-শাশুড়ি মারা গেছেন। এ বিষয়ে পুলিশের হাতে আটক শুভ ও শাহেদের পরিবারের বক্তব্য নিতে গেলে তাঁদের কাউকে পাওয়া যায়নি।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, মা-ছেলেকে কুপিয়ে হত্যার খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মীর হোসেনের ছেলে মঈনুল হাসান শুভ ও তাঁর ভাই আবদুল্লাহ আল শাহেদকে আটক করেছে।
যুবককে বলতে শোনা যায়, ‘সোজা কথা, যারে ভালো লাগবে, তারে কোপামু। যারে যেখানে ভালো লাগবে, তারে সেখানে কোপামু।’ ওই যুবকের পরিচয় জানা গেছে। তাঁর নাম মিরাজ। তিনি ধামুরা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।
১৮ মিনিট আগেইসলামী ব্যাংকের খুলনার ফুলতলা শাখার স্টোর রুমে গ্রাহকের চোখ ও মুখ বেঁধে হাতুড়ি দিয়ে পেটানো ও প্লায়ার্স দিয়ে নখ তোলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন।
৩৭ মিনিট আগেসার বিক্রিতে অনিয়মের অভিযোগ তুলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহীর কাঁকনহাটের কৃষকেরা। তাঁদের অভিযোগ, এলাকার বিসিআইসির ডিলার সরকার নির্ধারিত দামে তাঁদের কাছে সার বিক্রি করেন না। বেশি টাকা দিলে সার দেন, তা না হলে ফিরিয়ে দেন। তিনি অন্য উপজেলায় বেশি দামে সার বেচে দেন।
৪১ মিনিট আগেশারীরিক ও মানসিক নির্যাতনের প্রতিকার ও নিজের সুরক্ষা চেয়ে মা-বাবার বিরুদ্ধে মামলা করা সেই তরুণীর সঙ্গে তাঁর অভিভাবকদের আপস হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে এ কথা জানান তরুণী মেহরীন আহমেদ। এ সময় তাঁর মা-বাবাও উপস্থিত ছিলেন।
১ ঘণ্টা আগে