চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে এক প্রবাসীর ঘুমন্ত স্ত্রী ও শিশুপুত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে উপজেলা সদরের পাঁচড়া ব্যাপারীবাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নিপা আক্তার (২৭) ও তাঁর ছেলে আলী আহসান মুজাহিদ (৮)। নিপা আক্তারের স্বামী আনোয়ার হোসেন দুবাইপ্রবাসী। পুলিশ দুজনের লাশ উদ্ধার করেছে।
আজ বুধবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য মঈনুল হাসান শুভ (২২) ও আবদুল্লাহ আল শাহেদ (১৯) নামে দুই ভাইকে আটক করেছে।
নিহত নিপা আক্তারের বাবা জালাল আহমেদে জানান, তাঁর মেয়ের জামাই আনোয়ার হোসেনের ভাই মীর হোসেনের ছেলে মঈনুল হাসান শুভ (২২) এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন। তিনি আরও জানান, গতকাল রাতে নিপা তাঁর ছেলেকে নিয়ে পার্শ্ববর্তী মামাশ্বশুর আজিজুল ইসলামের বাড়িতে দাওয়াত খেতে যান। ধারণা করা হচ্ছে, এই সুযোগে হত্যাকারীরা ঘরের ভেতরে প্রবেশ করে নির্মাণাধীন টয়লেটে লুকিয়ে ছিল। রাতে ঘরে ফিরে নিপা ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়লে আনুমানিক আড়াইটার সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের গুরুতর জখম করা হয়। এ সময় চিৎকার শুনে লোকজন ছুটে এসে নিপা ও তাঁর ছেলে মুজাহিদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিপাকে মৃত ঘোষণা করেন এবং আশঙ্কাজনক অবস্থায় মুজাহিদকে ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়।
নিপা আক্তার ছেলেকে নিয়ে ওই ঘরে থাকতেন। তাঁর শ্বশুর-শাশুড়ি মারা গেছেন। এ বিষয়ে পুলিশের হাতে আটক শুভ ও শাহেদের পরিবারের বক্তব্য নিতে গেলে তাঁদের কাউকে পাওয়া যায়নি।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, মা-ছেলেকে কুপিয়ে হত্যার খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মীর হোসেনের ছেলে মঈনুল হাসান শুভ ও তাঁর ভাই আবদুল্লাহ আল শাহেদকে আটক করেছে।
কুমিল্লার চৌদ্দগ্রামে এক প্রবাসীর ঘুমন্ত স্ত্রী ও শিশুপুত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে উপজেলা সদরের পাঁচড়া ব্যাপারীবাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নিপা আক্তার (২৭) ও তাঁর ছেলে আলী আহসান মুজাহিদ (৮)। নিপা আক্তারের স্বামী আনোয়ার হোসেন দুবাইপ্রবাসী। পুলিশ দুজনের লাশ উদ্ধার করেছে।
আজ বুধবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য মঈনুল হাসান শুভ (২২) ও আবদুল্লাহ আল শাহেদ (১৯) নামে দুই ভাইকে আটক করেছে।
নিহত নিপা আক্তারের বাবা জালাল আহমেদে জানান, তাঁর মেয়ের জামাই আনোয়ার হোসেনের ভাই মীর হোসেনের ছেলে মঈনুল হাসান শুভ (২২) এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন। তিনি আরও জানান, গতকাল রাতে নিপা তাঁর ছেলেকে নিয়ে পার্শ্ববর্তী মামাশ্বশুর আজিজুল ইসলামের বাড়িতে দাওয়াত খেতে যান। ধারণা করা হচ্ছে, এই সুযোগে হত্যাকারীরা ঘরের ভেতরে প্রবেশ করে নির্মাণাধীন টয়লেটে লুকিয়ে ছিল। রাতে ঘরে ফিরে নিপা ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়লে আনুমানিক আড়াইটার সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের গুরুতর জখম করা হয়। এ সময় চিৎকার শুনে লোকজন ছুটে এসে নিপা ও তাঁর ছেলে মুজাহিদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিপাকে মৃত ঘোষণা করেন এবং আশঙ্কাজনক অবস্থায় মুজাহিদকে ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়।
নিপা আক্তার ছেলেকে নিয়ে ওই ঘরে থাকতেন। তাঁর শ্বশুর-শাশুড়ি মারা গেছেন। এ বিষয়ে পুলিশের হাতে আটক শুভ ও শাহেদের পরিবারের বক্তব্য নিতে গেলে তাঁদের কাউকে পাওয়া যায়নি।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, মা-ছেলেকে কুপিয়ে হত্যার খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মীর হোসেনের ছেলে মঈনুল হাসান শুভ ও তাঁর ভাই আবদুল্লাহ আল শাহেদকে আটক করেছে।
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ রিমান্ডে নেওয়ার এ নির্দেশ দেন।
২ মিনিট আগেঝটিকা মিছিলের ছবি দেখে খুলনায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪০ জন নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মিছিলের ছবি ও ভিডিও বিশ্লেষণ করে অংশগ্রহণকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহম্মদ শাহনেওয়াজ।
৬ মিনিট আগেশেকৃবির আবু রায়হান বলেন, ‘ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক, তাই আমরা বিরোধিতা করছি।’ পরে শেকৃবির শিক্ষার্থীরা ডিএইর ডিজির কাছে ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবির বিপরীতে নিজেদের পাঁচ দফা দাবি তুলে ধরেন।
১১ মিনিট আগেসৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান (৪৮) নামের বাংলাদেশি এক গাড়িচালক নিহত হয়েছেন। আজ সোমবার বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে সৌদি আরবের আবহা শহরের মাহাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের আদশা গ্রামের মৃত এরশাদ মিজির ছেলে।
১৫ মিনিট আগে