Ajker Patrika

চট্টগ্রামে বাসের সঙ্গে তেলবাহী ট্রেনের সংঘর্ষ, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৬ মার্চ ২০২৩, ২৩: ১৭
চট্টগ্রামে বাসের সঙ্গে তেলবাহী ট্রেনের সংঘর্ষ, নিহত ৩

চট্টগ্রামের ইপিজেড থানার নিউমুরিংয়ে তেলবাহী ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে রেলের এক পয়েন্টম্যানসহ (ট্রেন চলাচল নির্বিঘ্নে করার দায়িত্বে নিয়োজিত ব্যক্তি) তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে নগরের পদ্মা-মেঘনা-যমুনা তেলের ডিপো এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন—আসাদুজ্জামান (৩০) ও মিটন কান্দি দে (২৫)। তাঁরা বাসের চালক এবং সহকারী। আরেকজন হলেন—মো. আজিজুল হক (২৮)। তিনি সিজিপিওয়াই অধীনে দায়িত্বে ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম। তিনি বলেন, তেলবাহী ট্রেনের সঙ্গে মেট্রো বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আজিজুল হক মারা যান। এরপর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান।

তেলবাহী ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে ঘটনাস্থলে মারা যান একজন। এরপর হাসপাতালে নেওয়ার পর মারা যান দুজনসিজিপিওয়াইয়ের ইয়ার্ড মাস্টার আব্দুল মালেক বলেন, ‘নিহত পয়েন্টম্যান তেলের ওয়াগনের রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন। দ্রুত গতির একটি বাস এসে তেলবাহী ট্রেনের ইঞ্জিনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত