নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের জাফর সওদাগর কলোনিতে অগ্নিকাণ্ডে ধোঁয়ায় দম বন্ধ হয়ে এক দম্পতি মারা গেছেন। এ ছাড়া ঘটনাস্থল থেকে তাঁদের দুই সন্তানসহ তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার ভোর ৬টা ৪০ মিনিটের দিকে কোতোয়ালি থানার বলুয়ারদীঘির পশ্চিম পাড়ে জাফর সওদাগর কলোনির একটি বসতঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত দম্পতি হলেন মো. ইলিয়াছ (৫০) ও তাঁর স্ত্রী পারভিন আক্তার (৪৫)। হাসপাতালে ভর্তি আছেন তাঁদের দুই সন্তান মো. সোহান (১৯) ও শাহীনা আক্তার (২৩)। এ ছাড়া আহত মো. ফয়সাল (১৯) নামের আরেকজনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তাঁদের সবাইকে হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চমেক হাসপাতালে বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান মো. রফিক উদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আহত তিনজনের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। অপর দুজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। নিহত ব্যক্তিদের শরীরে পোড়ার ক্ষত নেই।’
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাজি জাফর সওদাগর কলোনির অ্যাডভোকেট মকসুদ মিয়া নামের একজনের মালিকানাধীন টিনশেড সারিবদ্ধ ঘরে আগুন লাগে। সেখানে পাঁচটি ঘর পুড়ে গেছে। তবে এসব বসতঘরের বাসিন্দাদের কারও ক্ষতি হয়নি। আগুন লাগার পর সবাই নিরাপদে ঘর থেকে বের হতে পেরেছেন। যে পাঁচজনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়, তাঁরা ওই টিনশেড বসতঘরসংলগ্ন সেমিপাকা একটি ভাড়া ঘরের বাসিন্দা। সেই বসতঘরে আগুন লাগেনি। তবে টিনশেড ঘরে লাগা আগুনের ধোঁয়ার কুণ্ডলী প্রবেশ করে সেমিপাকা কয়েকটি বসতঘরে।
স্থানীয়রা জানান, টিনশেড ঘরে আগুন লাগার পর সেমিপাকা ঘরগুলোর বাসিন্দারাও প্রায় সবাই বেরিয়ে রাস্তায় চলে যান। কিন্তু আগুন নিভিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল ছাড়ার আগমুহূর্তে জানা যায়, একটি সেমিপাকা ঘরের শৌচাগারে পাঁচজন আটকে আছেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করেন।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, ‘আগুনের ধোঁয়া থেকে বাঁচতে সম্ভবত পাঁচজন একসঙ্গে একই শৌচাগারে আশ্রয় নিয়েছিলেন। সেখানে পানি ছিল। সম্ভবত নিজেদের রক্ষা করতে পারবেন ভেবেছিলেন। আমরা তাঁদের অজ্ঞান অবস্থায় উদ্ধার করি। যদি ঘর ছেড়ে বেরিয়ে যেতেন, তাহলে শ্বাসরোধ হতো না।’
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ৬টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। ৬টা ৪২ মিনিটে খবর পেয়ে চন্দনপুরা ও নন্দনকানন স্টেশনের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক আব্দুল মালেক বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে কলোনিতে আগুনের সূত্রপাত হয়। এতে আগুনে পাঁচটি কাঁচা-পাকা ঘর পুড়ে গেছে। ঘরগুলো থেকে পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে দুজনের মৃত্যুর সংবাদ পেয়েছি। আগুনে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও ৩৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।’
চট্টগ্রাম নগরের জাফর সওদাগর কলোনিতে অগ্নিকাণ্ডে ধোঁয়ায় দম বন্ধ হয়ে এক দম্পতি মারা গেছেন। এ ছাড়া ঘটনাস্থল থেকে তাঁদের দুই সন্তানসহ তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার ভোর ৬টা ৪০ মিনিটের দিকে কোতোয়ালি থানার বলুয়ারদীঘির পশ্চিম পাড়ে জাফর সওদাগর কলোনির একটি বসতঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত দম্পতি হলেন মো. ইলিয়াছ (৫০) ও তাঁর স্ত্রী পারভিন আক্তার (৪৫)। হাসপাতালে ভর্তি আছেন তাঁদের দুই সন্তান মো. সোহান (১৯) ও শাহীনা আক্তার (২৩)। এ ছাড়া আহত মো. ফয়সাল (১৯) নামের আরেকজনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তাঁদের সবাইকে হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চমেক হাসপাতালে বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান মো. রফিক উদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আহত তিনজনের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। অপর দুজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। নিহত ব্যক্তিদের শরীরে পোড়ার ক্ষত নেই।’
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাজি জাফর সওদাগর কলোনির অ্যাডভোকেট মকসুদ মিয়া নামের একজনের মালিকানাধীন টিনশেড সারিবদ্ধ ঘরে আগুন লাগে। সেখানে পাঁচটি ঘর পুড়ে গেছে। তবে এসব বসতঘরের বাসিন্দাদের কারও ক্ষতি হয়নি। আগুন লাগার পর সবাই নিরাপদে ঘর থেকে বের হতে পেরেছেন। যে পাঁচজনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়, তাঁরা ওই টিনশেড বসতঘরসংলগ্ন সেমিপাকা একটি ভাড়া ঘরের বাসিন্দা। সেই বসতঘরে আগুন লাগেনি। তবে টিনশেড ঘরে লাগা আগুনের ধোঁয়ার কুণ্ডলী প্রবেশ করে সেমিপাকা কয়েকটি বসতঘরে।
স্থানীয়রা জানান, টিনশেড ঘরে আগুন লাগার পর সেমিপাকা ঘরগুলোর বাসিন্দারাও প্রায় সবাই বেরিয়ে রাস্তায় চলে যান। কিন্তু আগুন নিভিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল ছাড়ার আগমুহূর্তে জানা যায়, একটি সেমিপাকা ঘরের শৌচাগারে পাঁচজন আটকে আছেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করেন।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, ‘আগুনের ধোঁয়া থেকে বাঁচতে সম্ভবত পাঁচজন একসঙ্গে একই শৌচাগারে আশ্রয় নিয়েছিলেন। সেখানে পানি ছিল। সম্ভবত নিজেদের রক্ষা করতে পারবেন ভেবেছিলেন। আমরা তাঁদের অজ্ঞান অবস্থায় উদ্ধার করি। যদি ঘর ছেড়ে বেরিয়ে যেতেন, তাহলে শ্বাসরোধ হতো না।’
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ৬টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। ৬টা ৪২ মিনিটে খবর পেয়ে চন্দনপুরা ও নন্দনকানন স্টেশনের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক আব্দুল মালেক বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে কলোনিতে আগুনের সূত্রপাত হয়। এতে আগুনে পাঁচটি কাঁচা-পাকা ঘর পুড়ে গেছে। ঘরগুলো থেকে পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে দুজনের মৃত্যুর সংবাদ পেয়েছি। আগুনে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও ৩৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।’
আহত ব্যক্তিদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাঁর পরিচয় জানা যায়নি। তবে বয়স ২৩-২৪-এর আশপাশে। এখনো জ্ঞান ফেরেনি তাঁর। এ বিষয়ে আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্টের (জুলুস আয়োজক) মিডিয়া টিমের সমন্বয়ক আবু তালেব বলেন, ‘মানুষের ভিড়ের মধ্যে গরমে অসুস্থ হয়ে বেশ কয়েকজন নিচে পড়ে যান।
৪ ঘণ্টা আগে‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত। আমরা বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিক। আমরা জমিদার, জমিদারের ওপর কেউ হস্তক্ষেপ করবে, এটা আমরা মেনে নেব না।’ সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম-৫ আ
৪ ঘণ্টা আগেবান্দরবান শহরের পুলিশ লাইনসের চারতলা ভবন থেকে লাফ দিয়ে রাশেদুল ইসলাম (২৮) নামে এক পুলিশ সদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।
৫ ঘণ্টা আগেক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানসহ গ্রেপ্তার ৯ জনকে সিসা বার পরিচালনার অভিযোগের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৫ ঘণ্টা আগে