Ajker Patrika

কুমিল্লায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৫: ৩৯
কুমিল্লায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

কুমিল্লার পদুয়ার বাজার ও মনোহরগঞ্জের বিপুলাসারে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুজনসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পাঁচজন। আজ মঙ্গলবার সকালে কুমিল্লার মনোহরগঞ্জে ও কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিপুলাসার ইউনিয়নের বিহড়া নামক স্থানে এসব দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় নিহতেরা হলেন, রুহুল আমিন, সেলিনা বেগম, মায়মুনা আক্তার। নিহত তিনজনই বিপুলাসার ইউনিয়নের সাইকচাইল গ্রামের বাসিন্দা। এ ছাড়া নিহত লিটন (৫৫) নবীনগর উপজেলার ডুবাচাইল গ্রামের মৃত কবিরুল ইসলামের পুত্র।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সোয়া ৯টার দিকে একুশে এক্সপ্রেসের একটি বাস হিমাচল এক্সপ্রেসের একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করলে একুশে এক্সপ্রেসের ধাক্কায় একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা রুহুল আমিন ও সেলিনা বেগম দম্পতি ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে মায়মুনা আক্তার নামের আরেক কলেজছাত্রীও মারা যায়। গুরুতর আহত অবস্থায় রিকশাচালক খোকনকে উদ্ধার করে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি উদ্ধার করে নাথেরপেটুয়া পুলিশ তদন্তকেন্দ্র ও হাইওয়ে পুলিশ। 

লাকসাম ক্রসিং হাইওয়ে পুলিশের ইনচার্জ পরিদর্শক মাকসুদ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বামী-স্ত্রী ও একজন কলেজছাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। 

অন্যদিকে প্রতিদিন ঢাকা থেকে সব জাতীয় দৈনিক পত্রিকা চট্টগ্রাম ও কক্সবাজারে পৌঁছে দিতেন লিটন। তিনি সংবাদপত্র পরিবহন সংস্থা চাঁদনী পরিবহনের মাইক্রোবাসচালক ছিলেন। চট্টগ্রামগামী পত্রিকাবাহী মাইক্রোবাসটিকে প্রথমে পেছন থেকে একটি অজ্ঞাতনামা গাড়ি ধাক্কা দেয়, পরে মাইক্রোবাসটি সামনের অপর একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে ভেতরে থাকা চালক লিটনসহ অন্যরা আটকা পড়ে। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 

হাইওয়ে ময়নামতি থানার এসআই খোরশেদ আলম বলেন, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের কুমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চালক লিটন মারা যান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত