Ajker Patrika

চট্টগ্রাম থেকে প্রথম হজ ফ্লাইট মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম থেকে প্রথম হজ ফ্লাইট মঙ্গলবার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট চালু হবে মঙ্গলবার। ওই দিন রাত ২টা ২০ মিনিটে ৪০২ জন হজযাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটটি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে। 

বাংলাদেশ বিমানের চট্টগ্রাম স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিমান সূত্র জানায়, চট্টগ্রাম থেকে এবার আট হাজারের বেশি হজযাত্রী পরিবহনের সব ধরনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। ২২টি ফ্লাইটের মাধ্যমে এসব হজযাত্রী পরিবহন করা হবে। এর মধ্যে ২০টি ফ্লাইট জেদ্দা এবং দুটি ফ্লাইট মদিনা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত